EPFO: বেসরকারি কর্মীদের জন্য সেরার সেরা স্কিম! প্রতি মাসেই টাকা কাটছে, অনেকেই কিন্তু জানেনও না
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
EPFO: প্রাইভেট সেক্টরের কর্মীদের জন্য পিএফ অ্যাকাউন্ট খুলতে হয়
advertisement
advertisement
advertisement
advertisement
EPFO-এর অধীনে অ্যাকাউন্ট খোলেন এমন সমস্ত কর্মী এই সুবিধাগুলি পাবেন। EDLI স্কিমের অধীনে প্রতিটি কর্মচারীকে বিমার সুবিধা দেওয়া হয়। PF অ্যাকাউন্টে ৭ লক্ষ টাকার মেয়াদের বিমা করা হয়। এর মানে হল যে কর্মচারীর সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে, তাঁর অনুপস্থিতিতে ৭ লক্ষ টাকা পরিবারকে বিমা কভার হিসাবে দেওয়া হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
EPFO EDLI স্কিমের অধীনে কর্মচারীর বেতনের ৩৫ গুণ পর্যন্ত পরিশোধ করে। তবে বিশেষ বিষয় হল এই স্কিমের আওতায় কর্মচারীর সর্বোচ্চ মাসিক বেতন মাত্র ১৫ হাজার টাকা রাখা হয়েছে। একটি PF অ্যাকাউন্ট খোলার মাধ্যমে, কর্মচারী শুধুমাত্র বীমা সুবিধা পান না, কিন্তু এই অ্যাকাউন্টে জমা করা পরিমাণ FD থেকে অনেক বেশি সুদও দেওয়া হয়।
advertisement
যদি আমরা সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক SBI-এর কথা বলি, তাহলে ৫ বছরের FD-এ গড়ে 7 শতাংশ সুদ পাওয়া যায়। অন্যদিকে, পিএফ অ্যাকাউন্টে ৮.১৫ শতাংশ সুদ দেওয়া হয়। এক সময় এর ওপর ৯ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যেত। এছাড়াও, পিএফ-এ জমা করা অর্থের উপর সরকার সম্পূর্ণ গ্যারান্টি দেয়। অতএব, এখানে আপনার জমা করা টাকা কোন ঝুঁকির মধ্যে নেই।