Mustard Oil: স্বস্তির হাওয়া ঘরে ঘরে! ভোজ্যতেলের দামে মহাপতন! আরও সস্তা, আরও আকর্ষণীয় সর্ষের তেল

Last Updated:
Mustard Oil: সর্ষের তেলের দাম ফের সস্তা
1/20
লাগাতার সর্ষের তেলের দাম কমতে শুরু করেছে ৷ বিশ্বের বাজারের ভোজ্যতেলের দাম ফের কমেছে ৷ প্রতীকী ছবি ৷
লাগাতার সর্ষের তেলের দাম কমতে শুরু করেছে ৷ বিশ্বের বাজারের ভোজ্যতেলের দাম ফের কমেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/20
সূর্যমুখী তেলের পাইকারী দাম ৬৯ টাকা লিটার প্রতি হয়েছে ৷ শুধুই সর্ষের তেল নয় সমস্ত রকমের ভোজ্য তেলের দামে পতন এসেছে ৷ প্রতীকী ছবি ৷
সূর্যমুখী তেলের পাইকারী দাম ৬৯ টাকা লিটার প্রতি হয়েছে ৷ শুধুই সর্ষের তেল নয় সমস্ত রকমের ভোজ্য তেলের দামে পতন এসেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/20
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে ভোজ্যতেলের দাম সস্তা হওয়াতে সাধারণ মানুষের জন্য ভাল খবর হলেও কৃষকদের কাছে চিন্তার কারণ বাড়ল ৷ প্রতীকী ছবি ৷
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে ভোজ্যতেলের দাম সস্তা হওয়াতে সাধারণ মানুষের জন্য ভাল খবর হলেও কৃষকদের কাছে চিন্তার কারণ বাড়ল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/20
কেননা যদি ভোজ্যতেল ও তৈলবীজের দাম কমার ফলে কৃষকেরা তাঁদের সঠিক উৎপাদন মূল্য পাবেন কি সেই নিয়েই চিন্তা চলছে ৷ প্রতীকী ছবি ৷
কেননা যদি ভোজ্যতেল ও তৈলবীজের দাম কমার ফলে কৃষকেরা তাঁদের সঠিক উৎপাদন মূল্য পাবেন কি সেই নিয়েই চিন্তা চলছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/20
তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন এরফলে ভাবলে যে ভুল হবে ভোজ্যতেলের দাম সস্তা হবে ৷ প্রতীকী ছবি ৷
তবে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন এরফলে ভাবলে যে ভুল হবে ভোজ্যতেলের দাম সস্তা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/20
কেননা খুচরো বাজারে এমআরপি অনেকটাই বেশি করে রাখা হয়েছে ৷ ফলে দাম বেশি দিয়েই কিনতে হবে গ্রাহকদের খুচরো বাজার থেকে ৷ প্রতীকী ছবি ৷
কেননা খুচরো বাজারে এমআরপি অনেকটাই বেশি করে রাখা হয়েছে ৷ ফলে দাম বেশি দিয়েই কিনতে হবে গ্রাহকদের খুচরো বাজার থেকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/20
পাইকারী বাজারে লিটাকর প্রতি সূর্যমু্খী তেল ৬৯ টাকা লিটার হয়েছে সেখানে খুচরো বাজারে লিটার প্রতি সূর্যমুখী তেলের দাম হয়েছে ১৯৬ টাকা ৷ প্রতীকী ছবি ৷
পাইকারী বাজারে লিটাকর প্রতি সূর্যমু্খী তেল ৬৯ টাকা লিটার হয়েছে সেখানে খুচরো বাজারে লিটার প্রতি সূর্যমুখী তেলের দাম হয়েছে ১৯৬ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/20
ভোজ্যতেল ও তৈলবীজের ইতিহাসে প্রথমবারই এমন হয়েছে ৷ যখন আমাদানিকৃত তেলের দাম এই হারে হ্রাস পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ভোজ্যতেল ও তৈলবীজের ইতিহাসে প্রথমবারই এমন হয়েছে ৷ যখন আমাদানিকৃত তেলের দাম এই হারে হ্রাস পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/20
বারেবারে ভোজ্যতেলের দাম ও তার এমআরপি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে ৷ তবে এই বিষয় নিয়ে আগেই বৈঠক হতে পারত ৷ এমনই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ প্রতীকী ছবি ৷
বারেবারে ভোজ্যতেলের দাম ও তার এমআরপি নিয়ে দফায় দফায় বৈঠক হয়েছে ৷ তবে এই বিষয় নিয়ে আগেই বৈঠক হতে পারত ৷ এমনই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/20
সূত্রের খবর বিনোলা, সর্ষের তেল, সূর্যমুখী তেল, সয়াবিন, বাদাম তেল সহ ইত্যাদির দাম রীতিমত কমতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
সূত্রের খবর বিনোলা, সর্ষের তেল, সূর্যমুখী তেল, সয়াবিন, বাদাম তেল সহ ইত্যাদির দাম রীতিমত কমতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/20
নিরন্তর যেভাবে তেল ও তৈলবীজের দাম কমতে শুরু করেছে ৷ এরফলে বিভিন্ন খরচ সংযুক্ত করে সূর্যমুখী, সয়াবিন, ধান ও তুষ ইত্যাদির দামের এমআরপি ১৭০-১৭৫ টাকা লিটার হওয়া উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
নিরন্তর যেভাবে তেল ও তৈলবীজের দাম কমতে শুরু করেছে ৷ এরফলে বিভিন্ন খরচ সংযুক্ত করে সূর্যমুখী, সয়াবিন, ধান ও তুষ ইত্যাদির দামের এমআরপি ১৭০-১৭৫ টাকা লিটার হওয়া উচিৎ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/20
এবার দেখে নেওয়া যাক লেটেস্ট রেট ৷ সর্ষের দাম ৪,৭৮০ টাকা থেকে ৪,৮৮০ টাকা (৪২ শতাংশ কন্ডিশনারের দাম) ক্যুইণ্টাল প্রতি ৷ প্রতীকী ছবি ৷
এবার দেখে নেওয়া যাক লেটেস্ট রেট ৷ সর্ষের দাম ৪,৭৮০ টাকা থেকে ৪,৮৮০ টাকা (৪২ শতাংশ কন্ডিশনারের দাম) ক্যুইণ্টাল প্রতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/20
বাদামের দাম ৬,৩০০-৬,৩৬০ টাকা ক্যুইণ্টাল প্রতির দাম, বাদামের তেলের মিলের ডেলিভারি দাম (গুজরাত) ১৫,৭০০ টাকা ক্যুইণ্টাল প্রতি ৷ প্রতীকী ছবি ৷
বাদামের দাম ৬,৩০০-৬,৩৬০ টাকা ক্যুইণ্টাল প্রতির দাম, বাদামের তেলের মিলের ডেলিভারি দাম (গুজরাত) ১৫,৭০০ টাকা ক্যুইণ্টাল প্রতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/20
রিফাইন্ড বাদামের তেলের দাম ২,৩৬৫-২,৬৩০ টাকা ৷ সর্ষের তেলের দাদরি ৯,১৫০ টাকা ক্যুইণ্টাল প্রতি দাম ৷ প্রতীকী ছবি ৷
রিফাইন্ড বাদামের তেলের দাম ২,৩৬৫-২,৬৩০ টাকা ৷ সর্ষের তেলের দাদরি ৯,১৫০ টাকা ক্যুইণ্টাল প্রতি দাম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/20
সর্ষের তেলের দাদরির দাম ৯,১৫০ টাকা ক্যুইণ্টাল প্রতি, সর্ষের তেলের পাক্কিঘানির দাম ১,৫৬৫-১,৬৪৫ টাকা ৷ প্রতীকী ছবি ৷
সর্ষের তেলের দাদরির দাম ৯,১৫০ টাকা ক্যুইণ্টাল প্রতি, সর্ষের তেলের পাক্কিঘানির দাম ১,৫৬৫-১,৬৪৫ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement