Earned Leaves for Govt Employees: ৪৫০টি ছুটি? ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য বিরাট বদল! বড় সিদ্ধান্তের পথে মোদি সরকার

Last Updated:
এই ভাবে অবসরের সময় ৩০০টি পর্যন্ত আর্নড লিভ পাওয়া যেতে পারে। বিভিন্ন বিভাগ অনুযায়ী এই ছুটি ২৪০ থেকে ৩০০-র মধ্যে হেরফের হয়ে থাকে।
1/5
১ জুলাই থেকে নয়া শ্রমবিধির নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা এর ফলে দারুণ খবর পেতে পারেন। মোদি সরকার যদি শ্রম কোডের নিয়মগুলি প্রয়োগ করে, তবে কর্মচারীরা ৩০০-র পরিবর্তে ৪৫০টি ‘আর্নড লিভ’ পেতে পারেন।
১ জুলাই থেকে নয়া শ্রমবিধির নিয়ম কার্যকর করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১ জুলাই থেকে সরকারি কর্মচারীরা এর ফলে দারুণ খবর পেতে পারেন। মোদি সরকার যদি শ্রম কোডের নিয়মগুলি প্রয়োগ করে, তবে কর্মচারীরা ৩০০-র পরিবর্তে ৪৫০টি ‘আর্নড লিভ’ পেতে পারেন।
advertisement
2/5
অবসরের সময় সরকারি কর্মচারীরা ‘আর্নড লিভে’র পরিবর্তে মূল বেতন পান। অনেক শ্রমিক (Labour Law) সংগঠন এই ছুটি বাড়িয়ে ৪৫০ করার দাবি করছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া (Modi Govt Emplyees) হয়নি। এই ছুটির পরিবর্তে কর্মচারীরা ২০ বছর চাকরির পর বেতন নিতে পারবেন।
অবসরের সময় সরকারি কর্মচারীরা ‘আর্নড লিভে’র পরিবর্তে মূল বেতন পান। অনেক শ্রমিক (Labour Law) সংগঠন এই ছুটি বাড়িয়ে ৪৫০ করার দাবি করছে। তবে এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া (Modi Govt Emplyees) হয়নি। এই ছুটির পরিবর্তে কর্মচারীরা ২০ বছর চাকরির পর বেতন নিতে পারবেন।
advertisement
3/5
সরকারি কর্মচারীরা  (Modi Govt Employees)  বর্তমানে বছরে ৩০টি আর্নড লিভ পান। প্রতিরক্ষা ক্ষেত্রে, এই ছুটির সংখ্যা ৬০ দিন। সারা বছর সরকারের নির্দিষ্ট ছুটি না নিলে পরবর্তী বছরে সেগুলি যোগ হয়ে যায় অর্থাৎ ছুটি ‘ক্যারি ফরোয়ার্ড’ হয়।
সরকারি কর্মচারীরা  (Modi Govt Employees)  বর্তমানে বছরে ৩০টি আর্নড লিভ পান। প্রতিরক্ষা ক্ষেত্রে, এই ছুটির সংখ্যা ৬০ দিন। সারা বছর সরকারের নির্দিষ্ট ছুটি না নিলে পরবর্তী বছরে সেগুলি যোগ হয়ে যায় অর্থাৎ ছুটি ‘ক্যারি ফরোয়ার্ড’ হয়।
advertisement
4/5
এই ভাবে অবসরের সময় ৩০০টি পর্যন্ত আর্নড লিভ পাওয়া যেতে পারে। বিভিন্ন বিভাগ অনুযায়ী এই ছুটি ২৪০ থেকে ৩০০-র মধ্যে হেরফের হয়ে থাকে।
এই ভাবে অবসরের সময় ৩০০টি পর্যন্ত আর্নড লিভ পাওয়া যেতে পারে। বিভিন্ন বিভাগ অনুযায়ী এই ছুটি ২৪০ থেকে ৩০০-র মধ্যে হেরফের হয়ে থাকে।
advertisement
5/5
শ্রম কোডের নিয়ম পরিবর্তনের বিষয়ে, শ্রম মন্ত্রনালয়, শ্রমিক ইউনিয়ন এবং শিল্পের প্রতিনিধিদের মধ্যে কাজের সময় বার্ষিক ছুটি, পেনশন, পিএফ, টেক হোম বেতন, অবসর গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছিল। সেই সময় কর্মচারীদের আর্নড লিভের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪৫০ করার দাবি জানিয়েছিলেন।
শ্রম কোডের নিয়ম পরিবর্তনের বিষয়ে, শ্রম মন্ত্রনালয়, শ্রমিক ইউনিয়ন এবং শিল্পের প্রতিনিধিদের মধ্যে কাজের সময় বার্ষিক ছুটি, পেনশন, পিএফ, টেক হোম বেতন, অবসর গ্রহণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছিল। সেই সময় কর্মচারীদের আর্নড লিভের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪৫০ করার দাবি জানিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement