#কলকাতা: এখন আপনি পোস্ট অফিস (Post Office) থেকে প্রতি মাসে মোটা টাকা রোজগার করতে পারবেন৷ এরজন্য আপনাকে মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করতে হবে৷ এরপর প্রতি বছর লক্ষ টাকা রোজগার করতে পারবেন৷ এরজন্য আপনাকে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি (Post office Franchise) নিতে হবে৷ অর্থাৎ আপনার অধীনে থাকবে একটি পোস্ট অফিস৷ সারা দেশে এখন মোট ১.৫৫ লক্ষ পোস্ট অফিস আছে৷ দেশের বহু অংশে এখনও পোস্ট অফিস নেই৷ তাই পোস্ট অফিসের আয়ত্ত বাড়াতে এভাবে ফ্রাঞ্চাইজি দেওয়া হচ্ছে৷
অফিসিয়াল ওয়েবসাইটে ফ্রাঞ্চাইজি পোস্টের জন্য আবেদন করতে পারবেন৷ নোটিফিকেশন পড়ে নিন৷ অফিসিয়াল সাইট থেকে৷ তারপর সেখান থেকে আবেদন করুন৷ (https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf) এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে৷ যাদের বাছাই করা হবে তারা এরপর গ্রাহকদের সাহায্য করবেন৷ পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি -রা কমিশনের ভিত্তিতে রোজগার করেন৷ তার বিনিময়ে আপনাকে পোস্ট অফিসের সার্ভিস দিতে হয়৷ যখন মউ সই হয় তখনই কমিশন নির্ধারন করে দেওয়া হয়৷
কত কমিশন হবে দেখে নিন, রেজিস্টার্ড আর্টিকেলের বুকিংয়ে ৩ টাকা, স্পিড পোস্ট আর্টিকেলে ৫ টাকা. ১০০ থেকে ২০০ টাকার মানি অর্ডারের বুকিংয়ে ৩.৫ টাকা, ২০০ টাকার বেশি মানি অর্ডারে ৫ টাকা, প্রতি মাসে রেজিস্ট্রি ও স্পিড পোস্টের ১০০০ বেশি বুকিংয়ে ২০ শতাংষ অতিরিক্ত কমিশন৷ পোস্টেজ স্ট্যাম্প, পোস্টাল স্টেশনারি ও মানি অর্ডারে ফর্ম বিক্রিতে বিলিং অ্যামাউন্টের ৫ শতাংশ৷ রেভিনিউ স্ট্যাম্প ও সেন্ট্রাল রিক্রুটমেন্ট ফি, স্ট্যাম্প এসবরের বিক্রিতে পোস্টাল ডিপার্টমেন্টের হওয়া রোজগারের ৪০ শতাংশ পাবেন৷