কোনও গাড়ির চালক যদি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করেন ৷ তাহলে সেই ঘটনার সমস্ত তথ্যই ড্রাইভিং লাইসেন্সের চিপে স্টোর হয়ে যাবে ৷ যার জেরে কোনও চালকের সমস্ত পুরোনো ট্র্যাক রেকর্ড পেয়ে যাবেন একজন পুলিশকর্মী ৷ এছাড়াও সেই চিপেই ট্যাক্স, বীমা, PUC সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে ৷