Income Tax Notice: স্ত্রীকে নগদ টাকা দিচ্ছেন? নোটিস পাঠাতে পারে আয়কর বিভাগ, দেখে নিন নিয়ম কী বলছে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Income Tax Notice: নিয়ম অনুযায়ী, স্বামী মাসকাবারি খরচ কিংবা উপহার হিসেবে স্ত্রীকে নগদ টাকা দিতে পারেন। এর জন্য কোনও আয়কর দিতে হবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
সংসার খরচের জন্য স্ত্রীকে যত খুশি টাকা দিতে পারেন স্বামী। এটা স্বামীর আয়, আলাদা কোনও কর দিতে হয় না। তবে স্ত্রী এই টাকা যদি স্থায়ী আমানত (Fixed Deposit), শেয়ার বাজার (Stock Market), সম্পত্তি (Real Estate) ইত্যাদিতে বিনিয়োগ করেন এবং তা থেকে আয় হয়, তাহলে সেই আয়ের উপর কর প্রযোজ্য হবে। যেমন স্ত্রীর বিনিয়োগ থেকে যদি বার্ষিক ১ লাখ টাকা আয় হয়, তাহলে সেটা স্বামীর আয়ের সঙ্গে যুক্ত করে কর হিসেব করা হবে।
advertisement
advertisement
আয়কর নোটিস এড়ানোর উপায়
২০,০০০ টাকার বেশি নগদ লেনদেন এড়িয়ে চলুন।
লেনদেনের জন্য চেক বা NEFT/RTGS-এর মতো ব্যাঙ্কিং মাধ্যম ব্যবহার করুন।
স্ত্রীর বিনিয়োগ করা টাকার তথ্য আয়কর রিটার্নে সঠিকভাবে উল্লেখ করুন।
যদি স্ত্রী কোনো সম্পত্তি (Property) বা স্থায়ী আমানত (FD) কেনেন, তাহলে তার আয় অনুযায়ী কর পরিশোধ করুন।
২০,০০০ টাকার বেশি নগদ লেনদেন এড়িয়ে চলুন।
লেনদেনের জন্য চেক বা NEFT/RTGS-এর মতো ব্যাঙ্কিং মাধ্যম ব্যবহার করুন।
স্ত্রীর বিনিয়োগ করা টাকার তথ্য আয়কর রিটার্নে সঠিকভাবে উল্লেখ করুন।
যদি স্ত্রী কোনো সম্পত্তি (Property) বা স্থায়ী আমানত (FD) কেনেন, তাহলে তার আয় অনুযায়ী কর পরিশোধ করুন।