Income Tax Notice: স্ত্রীকে নগদ টাকা দিচ্ছেন? নোটিস পাঠাতে পারে আয়কর বিভাগ, দেখে নিন নিয়ম কী বলছে

Last Updated:
Income Tax Notice: নিয়ম অনুযায়ী, স্বামী মাসকাবারি খরচ কিংবা উপহার হিসেবে স্ত্রীকে নগদ টাকা দিতে পারেন। এর জন্য কোনও আয়কর দিতে হবে না।
1/7
স্ত্রীর টাকাপয়সার প্রয়োজন হলে কে দেবে? স্বামী। এমনটাই তো চলে আসছে। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে নাগদ লেনদেনেরও নির্দিষ্ট সীমা রয়েছে। নাহলে আয়কর বিভাগ নোটিস পাঠাতে পারে। কী সেই নিয়ম?
স্ত্রীর টাকাপয়সার প্রয়োজন হলে কে দেবে? স্বামী। এমনটাই তো চলে আসছে। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে নাগদ লেনদেনেরও নির্দিষ্ট সীমা রয়েছে। নাহলে আয়কর বিভাগ নোটিস পাঠাতে পারে। কী সেই নিয়ম?
advertisement
2/7
নিয়ম অনুযায়ী, স্বামী মাসকাবারি খরচ কিংবা উপহার হিসেবে স্ত্রীকে নগদ টাকা দিতে পারেন। এর জন্য কোনও আয়কর দিতে হবে না। স্ত্রী যদি সেই টাকা কোথাও বিনিয়োগ করেন এবং তা থেকে আয় হয়, তাহলে কর দিতে হবে। এই আয় ‘ক্লাবিং অফ ইনকাম’ ধরে স্বামীর আয়ের সঙ্গে যুক্ত হতে পারে। তখন কর বেশি দিতে হবে।
নিয়ম অনুযায়ী, স্বামী মাসকাবারি খরচ কিংবা উপহার হিসেবে স্ত্রীকে নগদ টাকা দিতে পারেন। এর জন্য কোনও আয়কর দিতে হবে না। স্ত্রী যদি সেই টাকা কোথাও বিনিয়োগ করেন এবং তা থেকে আয় হয়, তাহলে কর দিতে হবে। এই আয় ‘ক্লাবিং অফ ইনকাম’ ধরে স্বামীর আয়ের সঙ্গে যুক্ত হতে পারে। তখন কর বেশি দিতে হবে।
advertisement
3/7
নগদ লেনদেনেও সীমা বেঁধে দেওয়া হয়েছে। ধারা 269SS-এর আওতায়, ২০ হাজার বা তার বেশি নগদ টাকা দেওয়া যাবে না। দিতে হলে ব্যাঙ্ক মারফত দিতে হবে। নগদ ফেরতের ক্ষেত্রেও একই নিয়ম। ধারা 269T-এর আওতায় ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে নগদ টাকা ফেরাতে হবে।
নগদ লেনদেনেও সীমা বেঁধে দেওয়া হয়েছে। ধারা 269SS-এর আওতায়, ২০ হাজার বা তার বেশি নগদ টাকা দেওয়া যাবে না। দিতে হলে ব্যাঙ্ক মারফত দিতে হবে। নগদ ফেরতের ক্ষেত্রেও একই নিয়ম। ধারা 269T-এর আওতায় ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে নগদ টাকা ফেরাতে হবে।
advertisement
4/7
স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক সম্পর্ক। তাই এই ধারার আওতায় সাধারণত জরিমানা আরোপ করা হয় না। তবে স্বচ্ছতা বজায় রাখতে নিয়ম মেনে চলা জরুরি।
স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক সম্পর্ক। তাই এই ধারার আওতায় সাধারণত জরিমানা আরোপ করা হয় না। তবে স্বচ্ছতা বজায় রাখতে নিয়ম মেনে চলা জরুরি।
advertisement
5/7
সংসার খরচের জন্য স্ত্রীকে যত খুশি টাকা দিতে পারেন স্বামী। এটা স্বামীর আয়, আলাদা কোনও কর দিতে হয় না। তবে স্ত্রী এই টাকা যদি স্থায়ী আমানত (Fixed Deposit), শেয়ার বাজার (Stock Market), সম্পত্তি (Real Estate) ইত্যাদিতে বিনিয়োগ করেন এবং তা থেকে আয় হয়, তাহলে সেই আয়ের উপর কর প্রযোজ্য হবে। যেমন স্ত্রীর বিনিয়োগ থেকে যদি বার্ষিক ১ লাখ টাকা আয় হয়, তাহলে সেটা স্বামীর আয়ের সঙ্গে যুক্ত করে কর হিসেব করা হবে।
সংসার খরচের জন্য স্ত্রীকে যত খুশি টাকা দিতে পারেন স্বামী। এটা স্বামীর আয়, আলাদা কোনও কর দিতে হয় না। তবে স্ত্রী এই টাকা যদি স্থায়ী আমানত (Fixed Deposit), শেয়ার বাজার (Stock Market), সম্পত্তি (Real Estate) ইত্যাদিতে বিনিয়োগ করেন এবং তা থেকে আয় হয়, তাহলে সেই আয়ের উপর কর প্রযোজ্য হবে। যেমন স্ত্রীর বিনিয়োগ থেকে যদি বার্ষিক ১ লাখ টাকা আয় হয়, তাহলে সেটা স্বামীর আয়ের সঙ্গে যুক্ত করে কর হিসেব করা হবে।
advertisement
6/7
স্বামীর দেওয়া টাকায় স্ত্রী যদি রেন্টাল প্রপার্টি কেনেন এবং তা থেকে ভাড়া পান, তাহলে সেটা স্ত্রীর আয় হিসেবে গণ্য হবে। এর জন্য স্ত্রীকে কর দিতে হবে। স্বামী যদি স্ত্রীকে উপহার হিসেবে টাকা দেন, তাহলে স্ত্রীকে কোনও কর দিতে হবে না। কারণ তাঁরা ‘নিকট আত্মীয়’।
স্বামীর দেওয়া টাকায় স্ত্রী যদি রেন্টাল প্রপার্টি কেনেন এবং তা থেকে ভাড়া পান, তাহলে সেটা স্ত্রীর আয় হিসেবে গণ্য হবে। এর জন্য স্ত্রীকে কর দিতে হবে। স্বামী যদি স্ত্রীকে উপহার হিসেবে টাকা দেন, তাহলে স্ত্রীকে কোনও কর দিতে হবে না। কারণ তাঁরা ‘নিকট আত্মীয়’।
advertisement
7/7
আয়কর নোটিস এড়ানোর উপায়২০,০০০ টাকার বেশি নগদ লেনদেন এড়িয়ে চলুন।

লেনদেনের জন্য চেক বা NEFT/RTGS-এর মতো ব্যাঙ্কিং মাধ্যম ব্যবহার করুন।

স্ত্রীর বিনিয়োগ করা টাকার তথ্য আয়কর রিটার্নে সঠিকভাবে উল্লেখ করুন।

যদি স্ত্রী কোনো সম্পত্তি (Property) বা স্থায়ী আমানত (FD) কেনেন, তাহলে তার আয় অনুযায়ী কর পরিশোধ করুন।
আয়কর নোটিস এড়ানোর উপায়
২০,০০০ টাকার বেশি নগদ লেনদেন এড়িয়ে চলুন।
লেনদেনের জন্য চেক বা NEFT/RTGS-এর মতো ব্যাঙ্কিং মাধ্যম ব্যবহার করুন।
স্ত্রীর বিনিয়োগ করা টাকার তথ্য আয়কর রিটার্নে সঠিকভাবে উল্লেখ করুন।
যদি স্ত্রী কোনো সম্পত্তি (Property) বা স্থায়ী আমানত (FD) কেনেন, তাহলে তার আয় অনুযায়ী কর পরিশোধ করুন।
advertisement
advertisement
advertisement