Numerology Suggestion: জীবনে এই সংখ্যাটি উপস্থিত না থাকলে কী কী ঘটতে পারে জানেন ? আপনার সংখ্যা কী ?

Last Updated:
এই সংখ্যার অধিপতি হলেন নেপচুন গ্রহ বা কেতু। ফলে যেসব জাতক-জাতিকার জীবনে সংখ্যা ৭-এর উপস্থিতি রয়েছে, তাঁদের মধ্যে কেতুর রহস্যময় প্রভাব দেখা যায়।
1/7
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২।
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২।
advertisement
2/7
ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জাতক-জাতিকার জীবনে প্রতিটি সংখ্যারই গুরুত্ব থাকে।
ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জাতক-জাতিকার জীবনে প্রতিটি সংখ্যারই গুরুত্ব থাকে।
advertisement
3/7
তবে কোনও জাতক-জাতিকার জীবনে যদি সংখ্যা ৭ উপস্থিত না থাকে, তাহলে কী কী হতে পারে? সেটাই দেখে নেওয়া যাক। এই সংখ্যার অধিপতি হলেন নেপচুন গ্রহ বা কেতু। ফলে যেসব জাতক-জাতিকার জীবনে সংখ্যা ৭-এর উপস্থিতি রয়েছে, তাঁদের মধ্যে কেতুর রহস্যময় প্রভাব দেখা যায়।
তবে কোনও জাতক-জাতিকার জীবনে যদি সংখ্যা ৭ উপস্থিত না থাকে, তাহলে কী কী হতে পারে? সেটাই দেখে নেওয়া যাক। এই সংখ্যার অধিপতি হলেন নেপচুন গ্রহ বা কেতু। ফলে যেসব জাতক-জাতিকার জীবনে সংখ্যা ৭-এর উপস্থিতি রয়েছে, তাঁদের মধ্যে কেতুর রহস্যময় প্রভাব দেখা যায়।
advertisement
4/7
কখনও কখনও তাঁরা নাস্তিকদের মতো আচরণ করেন। আধ্যাত্মিকতা এবং মেটাফিজিক্যাল বিষয়ে এঁদের আগ্রহ খুবই কম হয়। সাধারণত এঁরা অন্যদের মতামতের উপর নির্ভরশীল হন। এই মানুষগুলিকে নিজেদের অনুভূতি প্রকাশ করা শিখতে হবে।
কখনও কখনও তাঁরা নাস্তিকদের মতো আচরণ করেন। আধ্যাত্মিকতা এবং মেটাফিজিক্যাল বিষয়ে এঁদের আগ্রহ খুবই কম হয়। সাধারণত এঁরা অন্যদের মতামতের উপর নির্ভরশীল হন। এই মানুষগুলিকে নিজেদের অনুভূতি প্রকাশ করা শিখতে হবে।
advertisement
5/7
 সংখ্যা ৭ যাঁদের জীবনে থাকে না, তাঁরা প্রাথমিক কয়েক বছরে ক্ষতির মুখ দেখেন। আর সেটা থেকেই শিক্ষা নেন। এঁদের মূলত ৩৫ বছর বয়সের পর থেকে জীবন অনেক সহজ হয়ে যায়। সম্পত্তি কিংবা জমিতে বিনিয়োগ না করে বাকি সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন তাঁরা।
সংখ্যা ৭ যাঁদের জীবনে থাকে না, তাঁরা প্রাথমিক কয়েক বছরে ক্ষতির মুখ দেখেন। আর সেটা থেকেই শিক্ষা নেন। এঁদের মূলত ৩৫ বছর বয়সের পর থেকে জীবন অনেক সহজ হয়ে যায়। সম্পত্তি কিংবা জমিতে বিনিয়োগ না করে বাকি সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন তাঁরা।
advertisement
6/7
এই ধরনের মানুষগুলি বিয়ের পর উপকৃত হতে পারেন। কেতুর শক্তি বৃদ্ধি করার জন্য কী কী করণীয় তা জেনে নেওয়া যাক!
এই ধরনের মানুষগুলি বিয়ের পর উপকৃত হতে পারেন। কেতুর শক্তি বৃদ্ধি করার জন্য কী কী করণীয় তা জেনে নেওয়া যাক!
advertisement
7/7
প্রতিকার: ১. অনুগ্রহ করে আশ্রম অথবা মন্দিরে হলুদ সর্ষে দান করুন। ২. অনুগ্রহ করে দুধের মধ্যে হলুদ মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন। ৩. অনুগ্রহ করে নিজের ব্যাগে সব সময় তামা অথবা ব্রোঞ্জে খোদাই করা সংখ্যা ‘৭’ এবং গতিশীল মাছের একটি ছবি রাখুন। ৪. অনুগ্রহ করে দিনে এক বার অন্তত মৌরি সেবন করুন। ৫. অনুগ্রহ করে কেতু গ্রহের সমস্ত আচার মেনে চলুন এবং বছরে অন্তত একবার কেতু পুজোর আয়োজন করুন। ৬. অনুগ্রহ করে আমিষ খাবার, মদ্যপান, তামাক সেবন, পশুচর্মজাত দ্রব্যের ব্যবহার পরিহার করুন।
প্রতিকার: ১. অনুগ্রহ করে আশ্রম অথবা মন্দিরে হলুদ সর্ষে দান করুন। ২. অনুগ্রহ করে দুধের মধ্যে হলুদ মিশিয়ে ভগবান শিবের অভিষেক করুন। ৩. অনুগ্রহ করে নিজের ব্যাগে সব সময় তামা অথবা ব্রোঞ্জে খোদাই করা সংখ্যা ‘৭’ এবং গতিশীল মাছের একটি ছবি রাখুন। ৪. অনুগ্রহ করে দিনে এক বার অন্তত মৌরি সেবন করুন। ৫. অনুগ্রহ করে কেতু গ্রহের সমস্ত আচার মেনে চলুন এবং বছরে অন্তত একবার কেতু পুজোর আয়োজন করুন। ৬. অনুগ্রহ করে আমিষ খাবার, মদ্যপান, তামাক সেবন, পশুচর্মজাত দ্রব্যের ব্যবহার পরিহার করুন।
advertisement
advertisement
advertisement