স্ত্রীর সঙ্গে এই অ্যাকাউন্ট খুলে নিন, মিলবে একাধিক সুযোগ-সুবিধা

Last Updated:
সমস্ত ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্ট খোলার বিকল্প রয়েছে। এমনকী জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন গ্রাহকরা।
1/7
আমাদের আর্থিক বিষয়গুলিকে ঘিরে গোপনীয়তা বজায় রাখাই শ্রেয়। কিন্তু বিয়ের পরে কিংবা জীবনে সঙ্গী এলে তাঁর সঙ্গে অনেকেই এই বিষয়টা ভাগ করে নিতে পছন্দ করেন। আর বিবাহিত দম্পতিদের জন্য আর্থিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। আর ভালবাসার এই মরশুমে জয়েন্ট সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক।
আমাদের আর্থিক বিষয়গুলিকে ঘিরে গোপনীয়তা বজায় রাখাই শ্রেয়। কিন্তু বিয়ের পরে কিংবা জীবনে সঙ্গী এলে তাঁর সঙ্গে অনেকেই এই বিষয়টা ভাগ করে নিতে পছন্দ করেন। আর বিবাহিত দম্পতিদের জন্য আর্থিক পরিকল্পনা করা অত্যন্ত জরুরি। আর ভালবাসার এই মরশুমে জয়েন্ট সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের গুরুত্ব সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/7
জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট কী?সমস্ত ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্ট খোলার বিকল্প রয়েছে। এমনকী জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র তথ্য অনুযায়ী, যৌথ ভাবে একটি অ্যাকাউন্ট শেয়ার করতে পারেন এমন অ্যাকাউন্টধারীদের সংখ্যার উপর কোনও বিধিনিষেধ নেই। যদিও কিছু ব্যাঙ্ক আবার জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের সংখ্যা চারটিতে সীমাবদ্ধ করেছে।  
জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট কী?সমস্ত ব্যাঙ্কেই সেভিংস অ্যাকাউন্ট খোলার বিকল্প রয়েছে। এমনকী জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন গ্রাহকরা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র তথ্য অনুযায়ী, যৌথ ভাবে একটি অ্যাকাউন্ট শেয়ার করতে পারেন এমন অ্যাকাউন্টধারীদের সংখ্যার উপর কোনও বিধিনিষেধ নেই। যদিও কিছু ব্যাঙ্ক আবার জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের সংখ্যা চারটিতে সীমাবদ্ধ করেছে।  
advertisement
3/7
জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট আবার ভিন্ন ভিন্ন অপারেটিং অপশনের সুবিধাও দিয়ে থাকে। যেমন - ‘either or survivor’, ‘anyone or survivor’, ‘former or survivor’ এবং ‘latter or survivor’। অ্যাকাউন্ট কীভাবে কাজ করছে এবং অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের কী হবে, সেটা স্পষ্ট করে এই শর্তাবলী।
জয়েন্ট সেভিংস অ্যাকাউন্ট আবার ভিন্ন ভিন্ন অপারেটিং অপশনের সুবিধাও দিয়ে থাকে। যেমন - ‘either or survivor’, ‘anyone or survivor’, ‘former or survivor’ এবং ‘latter or survivor’। অ্যাকাউন্ট কীভাবে কাজ করছে এবং অ্যাকাউন্ট হোল্ডার মারা গেলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের কী হবে, সেটা স্পষ্ট করে এই শর্তাবলী।
advertisement
4/7
জয়েন্ট সেভিংস অ্যাকাউন্টের সুবিধা:
জয়েন্ট সেভিংস অ্যাকাউন্টের সুবিধা:
advertisement
5/7
১. জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টধারীরা একত্রে মিলে সিদ্ধান্ত নিতে পারেন।
২. জয়েন্ট অ্যাকাউন্টধারীদের মধ্যে দু’জনেরই ওই ফান্ডে অ্যাকসেস থাকবে।
৩. একক অ্যাকাউন্টের তুলনায় জয়েন্ট অ্যাকাউন্ট সাধারণত বেশি হারে সুদ প্রদান করে।
৪. জয়েন্ট অ্যাকাউন্ট দু’জন ব্যক্তির মধ্যে টাকার আদানপ্রদান আরও সহজ করে তোলে।
১. জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাকাউন্টধারীরা একত্রে মিলে সিদ্ধান্ত নিতে পারেন। ২. জয়েন্ট অ্যাকাউন্টধারীদের মধ্যে দু’জনেরই ওই ফান্ডে অ্যাকসেস থাকবে। ৩. একক অ্যাকাউন্টের তুলনায় জয়েন্ট অ্যাকাউন্ট সাধারণত বেশি হারে সুদ প্রদান করে। ৪. জয়েন্ট অ্যাকাউন্ট দু’জন ব্যক্তির মধ্যে টাকার আদানপ্রদান আরও সহজ করে তোলে।
advertisement
6/7
৫. যৌথ বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক কাজের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে।৬. নিজের এবং পরিবারের আর্থিক বিষয়ের উপর নজর রাখার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।
৭. জয়েন্ট অ্যাকাউন্টের উপর অতিরিক্ত সুবিধা প্রদান করে থাকে অধিকাংশ ব্যাঙ্ক। যেমন - প্রত্যেক অ্যাকাউন্টধারীর জন্য ডেবিট কার্ড এবং চেক বুক ইত্যাদি।
৫. যৌথ বিনিয়োগ এবং অন্যান্য আর্থিক কাজের ক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে।৬. নিজের এবং পরিবারের আর্থিক বিষয়ের উপর নজর রাখার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। ৭. জয়েন্ট অ্যাকাউন্টের উপর অতিরিক্ত সুবিধা প্রদান করে থাকে অধিকাংশ ব্যাঙ্ক। যেমন - প্রত্যেক অ্যাকাউন্টধারীর জন্য ডেবিট কার্ড এবং চেক বুক ইত্যাদি।
advertisement
7/7
কোন কোন ব্যাঙ্ক ভারতে জয়েন্ট অ্যাকাউন্টের পরিষেবা দিয়ে থাকে?এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক, ডিবিএস, ইন্ডাসইন্ড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা দিয়ে থাকে।
কোন কোন ব্যাঙ্ক ভারতে জয়েন্ট অ্যাকাউন্টের পরিষেবা দিয়ে থাকে?এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, আরবিএল ব্যাঙ্ক, ডিবিএস, ইন্ডাসইন্ড এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক জয়েন্ট অ্যাকাউন্টের সুবিধা দিয়ে থাকে।
advertisement
advertisement
advertisement