FD-করাচ্ছেন ? জানেন তো এখানেও রিস্ক রয়েছে ? ৯৯% গ্রাহকই জানেন না !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Fixed Deposit-এ আপনার টাকা কতটা সুরক্ষিত ?
Corporate Fixed Deposit Vs Bank FD: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট সব সময়ই বিনিয়োগের জন্য সকলের কাছে সবচেয়ে জনপ্রিয় ৷ এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যাঙ্কের এফডি-তে নির্দিষ্ট সুদ পাওয়া যায় ৷ কিন্তু অনেকেই জানেন না যে এফডি-তে টাকা রাখার ক্ষেত্রেও রিস্ক রয়েছে ৷ ফিক্সড ডিপোজিট সাধারণত দু’ধরনের হয়- ব্যাঙ্ক এফডি আর কর্পোরেট এফডি ৷
advertisement
advertisement
কী এই কর্পোরেট এফডি? সাধারণত ব্যাঙ্কের এফডি থেকে কর্পোরেট এফডি-তে ১ থেকে ২ শতাংশ বেশি সুদ পাওয়া যায় ৷ আপাতত রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের এফডি-তে ৬ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে ৷ NBFCs কর্পোরেট এফডি-তে ৮ থেকে ৯ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ কম্পানি এফডি বা কর্পোরেট এফডি, নন ব্যাঙ্কিং ফিন্যান্সিয়াল সংস্থা জারি করে থাকে ৷
advertisement
কেন বেশি সুদ পাওয়া যায় ? এখন প্রশ্ন হচ্ছে কেন কর্পোরেট এফডি-তে বেশি সুদ পাওয়া যায় এবং ব্যাঙ্ক এফডি-তে কম ? আসলে ব্যাঙ্ক এফডি-কে একটি সুরক্ষিত ফিন্যান্সিয়াল প্রোডাক্ট মনে করা হয় ৷ কিন্তু কর্পোরেট এফডি-র ক্ষেত্রে বিষয়টা অন্য ৷ ব্যাঙ্ক বাজারের আদিল শেট্টি জানিয়েছেন, কর্পোরেট এফডি আসলে বেশি সুদ গ্রাহক টানার জন্য করে থাকে ৷
advertisement
advertisement