TDS কাটার পরেও আয়কর দিতে হবে? দেখে নিন পুরো নিয়ম
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
করদাতা যখন কোথাও থেকে আয় করেন, টিডিএস কাটার পরেই সেই টাকা হাতে পান। এই জন্যই একে টিডিএস বা ট্যাক্স ডিডাক্টেট অ্যাট সোর্স বলা হয়।
advertisement
ধরে নেওয়া যাক, কোনও বিনিয়োগকারী ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট থেকে ১ লাখ টাকা সুদ পেয়েছেন। এখন এই সুদের টাকা বিনিয়োগকারীকে দেওয়ার আগে ব্যাঙ্ক এর একটা অংশ কেটে আয়কর বিভাগে জমা করবে। এভাবে ট্যাক্স লায়াবিলিটির একটা অংশ সরকারের ঘরে জমা পড়ল। এরপর বিনিয়োগকারী যখন রিটার্ন ফাইল করবেন তখন এর ক্রেডিট পাওয়া যাবে।
advertisement
ফর্ম ২৬ এএস এবং এআইএস-এ টিডিএস-এর তথ্য থাকে: একাধিক উৎস থেকে আয় টিডিএসের আওতায় আসে। করদাতা ফর্ম ২৬এএস এবং এআইএস-এর মাধ্যমে আয়কর বিভাগে তাঁর জমা করা টিডিএস-এর তথ্য দিতে পারেন। এতে বেতন, লভ্যাংশ, সুদ, কমিশন এবং অন্যান্য আয় থেকে কাটা টিডিএস সম্পর্কে তথ্য থাকে। এখন প্রশ্ন হল, যদি আয় থেকে টিডিএস কেটে নেওয়া হয়, তার পরেও কি ট্যাক্স দিতে হবে?
advertisement
এই প্রশ্নের উত্তর অনেক কিছুর উপর নির্ভর করছে। যেমন আয় এবং ডিডাকশন সম্পর্কিত অনেক তথ্য থাকে যা করদাতার পক্ষে নিয়োগকর্তাকে জানানো সম্ভব হয় না। এছাড়া কোনও বছরে হঠাৎ কোথাও থেকে হাতে টাকা আসতে পারে। শেয়ার বাজারে লোকসান হতে পারে। সব মিলিয়ে বলা যায়, করদাতার মত কর দায় টিডিএসের মাধ্যমে পূরণ হয় না। এর মাধ্যমে সরকার শুধু একজন করদাতার আয় এবং রাজস্বের হিসাব রাখতে পারে।
advertisement
টিডিএসের পরেও ট্যাক্স দিতে হবে কি না বুঝতে হলে প্রথমে মোট আয় গণনা করতে হবে। এবার দেখতে হবে, তাতে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে। এর জন্য সবার আগে সমস্ত উৎস থেকে আয় যোগ করতে হবে। এরপর স্বাস্থ্যবিমার প্রিমিয়াম, জীবন বিমার প্রিমিয়াম এবং হোম লোনের সুদের উপর ডিডাকশন করতে হবে। মোট আয় থেকে মোট ডিডাকশন বাদ দিয়ে যা পড়ে থাকবে সেটাই করযোগ্য আয়।
advertisement