প্যান কার্ডেরও Expiry Date রয়েছে ? কতদিন পর্যন্ত ভ্যালিডিটি থাকে ? জেনে নিন না হলে সমস্যায় পড়বেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বেশিরভাগ মানুষই জানেন না যে প্যান কার্ডের ভ্যালিডিটি কত দিনের ৷
বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলির মধ্যে একটি হচ্ছে প্যান কার্ড ৷ ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড থাকা বাধ্যতামূলক ৷ প্যান কার্ড ছাড়া প্রায় কোনও আর্থিক লেনদেনই সম্ভব নয় ৷ পরিচয়পত্র হিসেবেও অনেক জায়গায় প্যান কার্ড ব্যবহার করা হয়ে থাকে ৷
advertisement
প্যান ছাড়া আপনি ইনকাম ট্যাক্স ট্যাক্স রিটার্ন জমা করতে পারবেন না ৷ এছাড়া প্যান নম্বর ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ডিম্যাট অ্যাকাউন্ট খোলাও সম্ভব নয় ৷ এত গুরুত্বপূর্ণ একটি তথ্য প্যান কার্ডেরও কি কোনও ভ্যালিডিটি আছে ?
advertisement
নির্দিষ্ট সময় পর পর কি প্যান রিনিউ করতে হয় ৷ বেশিরভাগ মানুষই জানেন না যে প্যান কার্ডের ভ্যালিডিটি কত দিনের ৷
advertisement
আপনার মনেও যদি এই সংক্রান্ত কোনও প্রশ্ন আছে ? দেরি না করে জেনে নিন প্যানের ভ্যালিডিটি কত দিনের ৷ আসলে প্যান কার্ড একবার বানিয়ে নিলে আজীবন তার ভ্যালিডিটি থাকে ৷
advertisement
advertisement
প্যান কার্ড নিয়ে অনেক রকমের বিভ্রান্তি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়ে থাকে ৷ এর মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে ভয় ছড়ানো ৷ প্যান কার্ড রিনিউ না করালে ইনভ্যালিড হয়ে যাবে প্যান নম্বর ৷ এই ধরনের মেসেজ বা ফোন কল এসে থাকে অনেকের কাছে ৷
advertisement
এই ভয় দেখিয়ে স্ক্যামাররা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্যান্য তথ্য হাতিয়ে অ্যাকাউন্ট থেকে তুলে নিচ্ছে টাকা ৷ ফলে প্যান রিনিউ করার কোনও ফোন বা মেসেজ এলে ভুলে সেই ফাঁদে পা দেবেন না ৷
advertisement