Discover Penang: ‘পেনাং হোক ছুটি কাটানোর নতুন ঠিকানা’, কলকাতায় রোড শো PCEB-এর, ভারতীয় পর্যটকদের জন্য বিশেষ ছাড়

Last Updated:
Discover Penang-Malaysia Tourism: নয়ানিভিরাম সমুদ্র সৈকত আর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছরই লাখ লাখ ভারতীয় পর্যটক ছুটে যান মালয়েশিয়ায়। ভিড় জমান বাংগি, সিপাদান দ্বীপে। এবার তাঁদের সামনে পেনাং-কে সাজিয়েগুছিয়ে তুলে ধরতে চাইছে মালয়েশিয়া।
1/7
নয়ানিভিরাম সমুদ্র সৈকত আর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছরই লাখ লাখ ভারতীয় পর্যটক ছুটে যান মালয়েশিয়ায়। ভিড় জমান বাংগি, সিপাদান দ্বীপে। এবার তাঁদের সামনে পেনাং-কে সাজিয়েগুছিয়ে তুলে ধরতে চাইছে মালয়েশিয়া। Photo Courtesy: Discover Penang
নয়ানিভিরাম সমুদ্র সৈকত আর চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছরই লাখ লাখ ভারতীয় পর্যটক ছুটে যান মালয়েশিয়ায়। ভিড় জমান বাংগি, সিপাদান দ্বীপে। এবার তাঁদের সামনে পেনাং-কে সাজিয়েগুছিয়ে তুলে ধরতে চাইছে মালয়েশিয়া। Photo Courtesy: Discover Penang
advertisement
2/7
মালয়েশিয়ার উত্তরের অবস্থিত পেনাং। সে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় শহর। ভারতীয় পর্যটক টানতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ভিসা ছাড়ের মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ইজ মাই ট্রিপের সঙ্গে মউ স্বাক্ষরও করেছে পেনাং কনভেনশন অ্যান্ড একজিবিশন ব্যুরো। এর মাধ্যমে ২০২৫ সালে আরও বেশি ব্যবসায়িক ইভেন্ট হোস্ট করার পরিকল্পনা রয়েছে তাদের। Photo Courtesy: Discover Penang
মালয়েশিয়ার উত্তরের অবস্থিত পেনাং। সে দেশের দ্বিতীয় সবচেয়ে বড় শহর। ভারতীয় পর্যটক টানতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ভিসা ছাড়ের মেয়াদ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি ইজ মাই ট্রিপের সঙ্গে মউ স্বাক্ষরও করেছে পেনাং কনভেনশন অ্যান্ড একজিবিশন ব্যুরো। এর মাধ্যমে ২০২৫ সালে আরও বেশি ব্যবসায়িক ইভেন্ট হোস্ট করার পরিকল্পনা রয়েছে তাদের। Photo Courtesy: Discover Penang
advertisement
3/7
১৭ জানুয়ারি কলকাতায় রোড শো-এর আয়োজন করে পেনাং কনভেনশন অ্যান্ড একজিবিশন ব্যুরো। ভারতীয় পর্যটকদের কাছে পেনাং-এর প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যবসায়িক ইভেন্টের সুযোগ তুলে ধরাই ছিল এর লক্ষ্য। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ১,৯০০টি ইভেন্টের আয়োজন করা হয়েছিল পেনাংয়ে। উপস্থিত হয়েছিলেন ২.৯৬ লাখ অতিথি। আর্থিক খাতে এসেছিল ১.২৭ বিলিয়ন রিঙ্গিত। কর্মকর্তারা জানান, এই অতিথিদের মধ্যে ২৫ শতাংশই ভারতীয়। মালয়েশিয়া আশা করছে, ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করলে পর্যটক সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
১৭ জানুয়ারি কলকাতায় রোড শো-এর আয়োজন করে পেনাং কনভেনশন অ্যান্ড একজিবিশন ব্যুরো। ভারতীয় পর্যটকদের কাছে পেনাং-এর প্রাকৃতিক সৌন্দর্য ও ব্যবসায়িক ইভেন্টের সুযোগ তুলে ধরাই ছিল এর লক্ষ্য। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ১,৯০০টি ইভেন্টের আয়োজন করা হয়েছিল পেনাংয়ে। উপস্থিত হয়েছিলেন ২.৯৬ লাখ অতিথি। আর্থিক খাতে এসেছিল ১.২৭ বিলিয়ন রিঙ্গিত। কর্মকর্তারা জানান, এই অতিথিদের মধ্যে ২৫ শতাংশই ভারতীয়। মালয়েশিয়া আশা করছে, ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করলে পর্যটক সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
advertisement
4/7
গত কয়েক বছর ধরেই ব্যবসায়িক ইভেন্টের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে পেনাং। তবে ‘পেনাং রোড শো’ আয়োজনের লক্ষ্য আরও বড়। এর মাধ্যমে ভারতীয় ক্রেতা এবং পর্যটকদের কাছে পেনাংকে আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরতে চান পেনাং কনভেনশন অ্যান্ড একজিবিশন ব্যুরোর কর্তারা। Photo Courtesy: Discover Penang
গত কয়েক বছর ধরেই ব্যবসায়িক ইভেন্টের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে পেনাং। তবে ‘পেনাং রোড শো’ আয়োজনের লক্ষ্য আরও বড়। এর মাধ্যমে ভারতীয় ক্রেতা এবং পর্যটকদের কাছে পেনাংকে আদর্শ গন্তব্য হিসেবে তুলে ধরতে চান পেনাং কনভেনশন অ্যান্ড একজিবিশন ব্যুরোর কর্তারা। Photo Courtesy: Discover Penang
advertisement
5/7
রোড শো-তে পেনাং এবং চেন্নাইয়ের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের নতুন ডায়রেক্ট ফ্লাইট নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। একে গেম চেঞ্জার হিসেবে দেখছেন অনেকেই। ভারতের ৩২টি শহর থেকে পেনাংয়ে সরাসরি যাতায়াত সম্ভব হবে, যার মধ্যে বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ের মতো বড় শহরও রয়েছে। পিসিইবি এখন উত্তর ভারতের অন্যান্য শহরগুলোর সঙ্গেও পেনাংয়ের সংযোগ বাড়ানোর পরিকল্পনা করছে। Photo Courtesy: Discover Penang
রোড শো-তে পেনাং এবং চেন্নাইয়ের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের নতুন ডায়রেক্ট ফ্লাইট নিয়ে বিশেষভাবে আলোচনা হয়। একে গেম চেঞ্জার হিসেবে দেখছেন অনেকেই। ভারতের ৩২টি শহর থেকে পেনাংয়ে সরাসরি যাতায়াত সম্ভব হবে, যার মধ্যে বেঙ্গালুরু, দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ের মতো বড় শহরও রয়েছে। পিসিইবি এখন উত্তর ভারতের অন্যান্য শহরগুলোর সঙ্গেও পেনাংয়ের সংযোগ বাড়ানোর পরিকল্পনা করছে। Photo Courtesy: Discover Penang
advertisement
6/7
পিসিইবি-র সিইও অশ্বিন গুনসেকরন বলেন, ‘নতুন বিমান সংযোগের মাধ্যমে পেনাংয়ে পৌঁছনো আরও সহজ হবে, সহযোগিতার নতুন পথ খুলে যাবে। রোড শোতে যাঁরা অংশ নিলেন, পেনাং সম্পর্কে তাঁদের অভিজ্ঞতাও বাড়ল। পর্যটন ও ব্যবসায়িক ইভেন্টের ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিয়ে আসতে চলেছে।" Photo Courtesy: Discover Penang
পিসিইবি-র সিইও অশ্বিন গুনসেকরন বলেন, ‘নতুন বিমান সংযোগের মাধ্যমে পেনাংয়ে পৌঁছনো আরও সহজ হবে, সহযোগিতার নতুন পথ খুলে যাবে। রোড শোতে যাঁরা অংশ নিলেন, পেনাং সম্পর্কে তাঁদের অভিজ্ঞতাও বাড়ল। পর্যটন ও ব্যবসায়িক ইভেন্টের ক্ষেত্রে এটা দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিয়ে আসতে চলেছে।" Photo Courtesy: Discover Penang
advertisement
7/7
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছেন ১০.০৯ লক্ষ ভারতীয় পর্যটক। যা ২০২৩ সালের তুলনায় ৭১.৭ শতাংশ বেশি। মালয়েশিয়া সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়ের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এতে ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই মালয়েশিয়ায় ঘুরতে পারবেন ভারতীয়রা। Photo Courtesy: Discover Penang
প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ছুটি কাটাতে গিয়েছেন ১০.০৯ লক্ষ ভারতীয় পর্যটক। যা ২০২৩ সালের তুলনায় ৭১.৭ শতাংশ বেশি। মালয়েশিয়া সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়ের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এতে ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই মালয়েশিয়ায় ঘুরতে পারবেন ভারতীয়রা। Photo Courtesy: Discover Penang
advertisement
advertisement
advertisement