Dhanteras 2021|Diwali 2021: ধনতেরাসে Gold-Silver-Diamond-এর গয়না কিনলেই বড় বড় ছাড়, মালামাল হওয়ার শেষ সুযোগ

Last Updated:
Dhanteras 2021|Diwali 2021: নাম করা সোনার গয়না বিক্রেতা সংস্থা দিচ্ছে দুর্দান্ত Offers
1/10
সারা দেশজুড়ে আজ ধনতেরাস (Dhanteras 2021) ও দীপাবলির (Diwali 2021) কেনাকাটা চলছে ৷ ধনতেরাসের দিন সোনা (Gold), রুপো (Silver), হিরের গয়না (Diamond Ornaments) কেনাকাটা করলে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
সারা দেশজুড়ে আজ ধনতেরাস (Dhanteras 2021) ও দীপাবলির (Diwali 2021) কেনাকাটা চলছে ৷ ধনতেরাসের দিন সোনা (Gold), রুপো (Silver), হিরের গয়না (Diamond Ornaments) কেনাকাটা করলে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
এই সময়ে সোনা (Gold), রুপো (Silver) ও হিরের (Diamonds) দামে অত্যন্ত পার্থক্য লক্ষ্য করা যায় ৷ কেননা ভারী ধরনের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
এই সময়ে সোনা (Gold), রুপো (Silver) ও হিরের (Diamonds) দামে অত্যন্ত পার্থক্য লক্ষ্য করা যায় ৷ কেননা ভারী ধরনের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
পিসি জুয়েলার্স (PC Jewellers), তানিষ্ক (Tanishq) এই ধরনের সোনার বড় বড় প্রতিষ্ঠান ধনতেরাসে সোনা (Gold) ও হিরের (Diamond) গয়নায় বড় ছাড় পাওয়া যায়, বড় ছাড়ের সঙ্গে রয়েছে ক্যাশব্যাক অফার আছে (Cashback Offers) ৷ প্রতীকী ছবি ৷
পিসি জুয়েলার্স (PC Jewellers), তানিষ্ক (Tanishq) এই ধরনের সোনার বড় বড় প্রতিষ্ঠান ধনতেরাসে সোনা (Gold) ও হিরের (Diamond) গয়নায় বড় ছাড় পাওয়া যায়, বড় ছাড়ের সঙ্গে রয়েছে ক্যাশব্যাক অফার আছে (Cashback Offers) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
এই অফারের মধ্যে ক্যাশব্যাক (Cashback) ছাড়াও মেকিং চার্জের উপরে বিশেষ ছাড় রয়েছে (Special discount over making charge) ৷ মনে করা হচ্ছে এই ধরনের অফার জিনিসপত্র বিক্রিতে বিশেষ পরিমাণে ছাড় দেবে ৷ প্রতীকী ছবি ৷
এই অফারের মধ্যে ক্যাশব্যাক (Cashback) ছাড়াও মেকিং চার্জের উপরে বিশেষ ছাড় রয়েছে (Special discount over making charge) ৷ মনে করা হচ্ছে এই ধরনের অফার জিনিসপত্র বিক্রিতে বিশেষ পরিমাণে ছাড় দেবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
পিসি জুয়েলার্স (PC Jewellers) হিরে ও সোনার গয়নার মেকিং চার্জের উপরে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ রুপোর গয়না বা অন্য সামগ্রীতে ছাড় চোখে পড়ার মতন রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
পিসি জুয়েলার্স (PC Jewellers) হিরে ও সোনার গয়নার মেকিং চার্জের উপরে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ৷ রুপোর গয়না বা অন্য সামগ্রীতে ছাড় চোখে পড়ার মতন রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকেরা (The Customers of ICICI Credit Card and Debit card also have great offers) ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ন্যূনতম কেনাকেটা করলে ৫০,০০০ টাকা ৭.৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন ৷ ক্রেডিট কার্ড হোল্ডারেরা সর্বাধিক ৭,৫০০ টাকা ও ডেবিট কার্ড হোল্ডারেরা সর্বাধিক ৫,০০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকেরা (The Customers of ICICI Credit Card and Debit card also have great offers) ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ন্যূনতম কেনাকেটা করলে ৫০,০০০ টাকা ৭.৫ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন ৷ ক্রেডিট কার্ড হোল্ডারেরা সর্বাধিক ৭,৫০০ টাকা ও ডেবিট কার্ড হোল্ডারেরা সর্বাধিক ৫,০০০ টাকার ক্যাশব্যাক পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
অফার পাওয়া যাবে ৭ নভেম্বর ২০২১ (Offer valid till November 07, 2021)পর্যন্ত ৷ তানিষ্ক মেকিং চার্জের উপরে ২০ শতাংশ ছাড় দেবে (Tanishq gives 20% discount over making charges) ৷ গ্রাহকেরা এই অফার সোনা ও হিরের জিনিসপত্রের উপরে ৷ প্রতীকী ছবি ৷
অফার পাওয়া যাবে ৭ নভেম্বর ২০২১ (Offer valid till November 07, 2021)পর্যন্ত ৷ তানিষ্ক মেকিং চার্জের উপরে ২০ শতাংশ ছাড় দেবে (Tanishq gives 20% discount over making charges) ৷ গ্রাহকেরা এই অফার সোনা ও হিরের জিনিসপত্রের উপরে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
একই সঙ্গে স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজাররা ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন (The State Bank Debit Card users will have 5% extra off) ৷ প্রতীকী ছবি ৷
একই সঙ্গে স্টেট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজাররা ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় পাবেন (The State Bank Debit Card users will have 5% extra off) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
জয়লুক্কাস (Joyalukkas) থেকে ২৫,০০০ টাকার হিরে কিনলেই ১,০০০ টাকা গিফট ভউচার পাওয়া যাবে ৷ ১০,০০০ টাকার রুপোর গয়না কিনলে ৫০০ টাকার গিফট ভাউচার পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
জয়লুক্কাস (Joyalukkas) থেকে ২৫,০০০ টাকার হিরে কিনলেই ১,০০০ টাকা গিফট ভউচার পাওয়া যাবে ৷ ১০,০০০ টাকার রুপোর গয়না কিনলে ৫০০ টাকার গিফট ভাউচার পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
সেনকো গোল্ড অ্যান্ড ডায়েমন্ডসে (Senco Gold and Diamonds) সোনার গয়না কিনলে প্রতি গ্রামে ২২৫ টাকা করে ছাড় পাওয়া যাবে ৷ একই সঙ্গে হিরের গয়নায় মেকিং চার্জের উপরে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে ৷ এই অফার কেবলমাত্র স্টোরেই সীমিত ৷ প্রতীকী ছবি ৷
সেনকো গোল্ড অ্যান্ড ডায়েমন্ডসে (Senco Gold and Diamonds) সোনার গয়না কিনলে প্রতি গ্রামে ২২৫ টাকা করে ছাড় পাওয়া যাবে ৷ একই সঙ্গে হিরের গয়নায় মেকিং চার্জের উপরে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে ৷ এই অফার কেবলমাত্র স্টোরেই সীমিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement