আন্তর্জাতিক বিমানে কত সোনা ও নগদ টাকা নেওয়া যায়? জেনে নিন কাস্টমসের নিয়মকানুন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
How Much Gold, Cash Are You Allowed To Bring On Foreign Flights: বিমানবন্দরে হাতেনাতে ধরা পড়েছেন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। তাঁর কাছ থেকে ১৪.৮ কেজি সোনা উদ্ধার করেছে রাজস্ব গোয়েন্দা দফতরের অফিসাররা। শোরগোল পড়ে গিয়েছে। এটাকে দেশের অন্যতম বড় সোনা চোরাচালানের ঘটনা বলে মনে করছেন অনেকেই।
advertisement
অভিনেত্রীর একাধিক ঠিকানার তল্লাশি চালিয়ে ২.০৬ কোটি টাকার সোনার গয়না এবং ২.৬৭ কোটি টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারির পর তাঁকে আদালতে তোলা হয়। বিচারক অভিনেত্রীকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন। অভিযোগ, গত এক বছরে ৩০ বার আরবে গিয়েছেন অভিনেত্রী। শুধু তাই নয়, প্রতিবার একই পোশাকে কয়েক কেজি করে সোনা নিয়ে এসেছেন বলেও অভিযোগ।
advertisement
রানিয়া সিনিয়র আইপিএস অফিসার রামচন্দ্র রাওয়ের সৎ মেয়ে। রামচন্দ্র বর্তমানে কর্ণাটক স্টেট পুলিশ হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। এখন প্রশ্ন হল, বিদেশ থেকে কত সোনা বা নগদ টাকা আনা যায়? ১৯৬২-এর কাস্টমস আইন অনুযায়ী, এর নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। যে সমস্ত ভারতীয় যাত্রী বিদেশে এক বছর বা তার বেশি সময় ধরে বসবাস করছেন, তাঁরা নির্দিষ্ট পরিমাণ সোনা আনতে পারবেন। এর জন্য কোনও শুল্ক দিতে হবে না। Representative Image
advertisement
পুরুষ যাত্রীরা ২০ গ্রাম এবং মহিলা যাত্রীরা ৪০ গ্রাম পর্যন্ত সোনার গয়না আনতে পারেন। বাজারমূল্য যথাক্রমে ৫০ হাজার ও ১ লাখ টাকা পর্যন্ত। যেসব ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি বা বৈধ পাসপোর্টধারী যাত্রী বিদেশে ৬ মাসের বেশি সময় কাটিয়ে আসছেন, তারা এই সুবিধা পাবেন। এই ৬ মাসের মধ্যে যদি সংক্ষিপ্ত সফর থাকে, তবে তা গণনা করা হবে না, যদি তা ৩০ দিনের বেশি না হয় এবং আগের সফরে এই সুবিধা নেওয়া না হয়ে থাকে। Representative Image
advertisement
এই নিয়ম ছাড়া অন্য কোনও যাত্রী ব্যাগেজে সোনা আনতে পারবেন না। ভারতে বিদেশি মুদ্রা আনার ক্ষেত্রে কোনো সীমা নেই। তবে কিছু ক্ষেত্রে ঘোষণা করা বাধ্যতামূলক। যেমন যদি নগদ বিদেশি মুদ্রার পরিমাণ ৫,০০০ মার্কিন ডলারের বেশি হয় বা মোট বিদেশি মুদ্রার পরিমাণ (নগদ সহ) ১০,০০০ মার্কিন ডলারের বেশি হয়। ভারতীয় মুদ্রা বিদেশ থেকে আনা নিষিদ্ধ। তবে, ভারতে বসবাসকারী ভারতীয়রা বিদেশ সফর শেষে সর্বোচ্চ ২৫,০০০ রুপি সঙ্গে করে আনতে পারবেন। Representative Image