Money Tips: সরষে কিংবা তিল নয়! মোটা টাকা উপার্জন এই জিনিস চাষ করেই! জেনে নিন সহজ পদ্ধতি
- Published by:Bangla Digital Desk
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Money Tips: সরষে কিংবা তিল নয় তিসি চাষ করেই মোটা টাকা উপার্জন করুন। তৈলবীজ তিসি চাষ করে মোটা টাকা উপার্জন করুন।শরীরের জন্য দারুণ উপকারী তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড।
উত্তর দিনাজপুর: সরষে কিংবা তিল নয় তিসি চাষ করেই মোটা টাকা উপার্জন করুন। তৈলবীজ তিসি চাষ করে মোটা টাকা উপার্জন করুন।শরীরের জন্য দারুণ উপকারী তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড। এই বীজে রয়েছে নানা রকমের উপাদান। যা শরীরে প্রবেশ করা মাত্র ছোট-বড় একাধিক রোগ-ব্যধি থেকে রক্ষা করতে পারে। তিসি বীজ এবং এর তেল প্রায়শই কোষ্ঠকাঠিন্য নিরাময়, ধমনী রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
advertisement
advertisement
তিসি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে দেহকে শক্তিশালী রাখে এবং সহজে ক্লান্ত হতে দেয় না। শীতকালিন তিসি চাষ করার উপযুক্ত সময়। এই তিসি চাষ শুরু হয় কার্তিক মাসের মধ্য অক্টোবর থেকে নভেম্বর হতে বীজ ছিটিয়ে বপন করতে হয়। তবে সারিতে বপন করলে সারি থেকে সারির দূরত্ব হবে ৩০ সে.মি.। সাধারণত তিসি বিনা সারে চাষ করা হয়। এই তিসি চাষে ১-২ বার সেচ দিতে হবে। আর জমিতে আগাছা থাকলে সময়মতো আগাছা দমন করতে হবে।
advertisement
advertisement