Money Tips: সরষে কিংবা তিল নয়! মোটা টাকা উপার্জন এই জিনিস চাষ করেই! জেনে নিন সহজ পদ্ধতি

Last Updated:
Money Tips: সরষে কিংবা তিল নয় তিসি চাষ করেই মোটা টাকা উপার্জন করুন। তৈলবীজ তিসি চাষ করে মোটা টাকা উপার্জন করুন।শরীরের জন্য দারুণ উপকারী তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড।
1/5
উত্তর দিনাজপুর: সরষে কিংবা তিল নয় তিসি চাষ করেই মোটা টাকা উপার্জন করুন। তৈলবীজ তিসি চাষ করে মোটা টাকা উপার্জন করুন।শরীরের জন্য দারুণ উপকারী তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড। এই বীজে রয়েছে নানা রকমের উপাদান। যা শরীরে প্রবেশ করা মাত্র ছোট-বড় একাধিক রোগ-ব্যধি থেকে রক্ষা করতে পারে। তিসি বীজ এবং এর তেল প্রায়শই কোষ্ঠকাঠিন্য নিরাময়, ধমনী রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
উত্তর দিনাজপুর: সরষে কিংবা তিল নয় তিসি চাষ করেই মোটা টাকা উপার্জন করুন। তৈলবীজ তিসি চাষ করে মোটা টাকা উপার্জন করুন।শরীরের জন্য দারুণ উপকারী তিসি বীজ বা ফ্ল্যাক্স সিড। এই বীজে রয়েছে নানা রকমের উপাদান। যা শরীরে প্রবেশ করা মাত্র ছোট-বড় একাধিক রোগ-ব্যধি থেকে রক্ষা করতে পারে। তিসি বীজ এবং এর তেল প্রায়শই কোষ্ঠকাঠিন্য নিরাময়, ধমনী রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়।
advertisement
2/5
তিসি বীজ রক্তচাপের মাত্রা কমাতে ভীষন কার্যকর। তিসি চাষ করার জন্য এঁটেল মাটি সবচেয়ে বেশি উপযোগী। পলি দো-আঁশ ও এঁটেল দো-আঁশ মাটিতেও এর চাষ করা যায়। এতে রয়েছে ভিটামিন বি কপ্লেক্স, ম্যাঙ্গানিজ ও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম।
তিসি বীজ রক্তচাপের মাত্রা কমাতে ভীষন কার্যকর। তিসি চাষ করার জন্য এঁটেল মাটি সবচেয়ে বেশি উপযোগী। পলি দো-আঁশ ও এঁটেল দো-আঁশ মাটিতেও এর চাষ করা যায়। এতে রয়েছে ভিটামিন বি কপ্লেক্স, ম্যাঙ্গানিজ ও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম।
advertisement
3/5
তিসি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে দেহকে শক্তিশালী রাখে এবং সহজে ক্লান্ত হতে দেয় না। শীতকালিন তিসি চাষ করার উপযুক্ত সময়। এই তিসি চাষ শুরু হয় কার্তিক মাসের মধ্য অক্টোবর থেকে নভেম্বর হতে বীজ ছিটিয়ে বপন করতে হয়। তবে সারিতে বপন করলে সারি থেকে সারির দূরত্ব হবে ৩০ সে.মি.। সাধারণত তিসি বিনা সারে চাষ করা হয়। এই তিসি চাষে ১-২ বার সেচ দিতে হবে। আর জমিতে আগাছা থাকলে সময়মতো আগাছা দমন করতে হবে।
তিসি আমাদের শরীরে অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে দেহকে শক্তিশালী রাখে এবং সহজে ক্লান্ত হতে দেয় না। শীতকালিন তিসি চাষ করার উপযুক্ত সময়। এই তিসি চাষ শুরু হয় কার্তিক মাসের মধ্য অক্টোবর থেকে নভেম্বর হতে বীজ ছিটিয়ে বপন করতে হয়। তবে সারিতে বপন করলে সারি থেকে সারির দূরত্ব হবে ৩০ সে.মি.। সাধারণত তিসি বিনা সারে চাষ করা হয়। এই তিসি চাষে ১-২ বার সেচ দিতে হবে। আর জমিতে আগাছা থাকলে সময়মতো আগাছা দমন করতে হবে।
advertisement
4/5
তিসি চাষ বীজ শোধন করে আগাছা দমনসহ ফসলের পরিচর্যার মাধ্যমে রোগের প্রাদুর্ভাব কমানো যায়। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় সরিষা,তিল এবং সয়াবিন ছাড়াও তিসির চাষ করা হয়।এটেল মাটি তিসি চাষের জন্য সবচেয়ে উপযোগী।
তিসি চাষ বীজ শোধন করে আগাছা দমনসহ ফসলের পরিচর্যার মাধ্যমে রোগের প্রাদুর্ভাব কমানো যায়। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় সরিষা,তিল এবং সয়াবিন ছাড়াও তিসির চাষ করা হয়।এটেল মাটি তিসি চাষের জন্য সবচেয়ে উপযোগী।
advertisement
5/5
পলি দোআশ ও এটেল দোআশ মাটিতে তিসির চাষ করা যায় ।তিসির বীজ ছোট বলে জমিতে ৪-৫ টি আড়াআড়ি চাষ ও ২-৩ টি মই দিয়ে মসৃন ভাবে জমি তৈরি করতে হয় ।তিসি চাষ সাধারণতকার্তিক(মধ্য-অক্টোবর হতে মধ্যে-নভেম্বর)বীজের বপন করা হয়।এই কিছু নিয়ম মেনে আপনিও ফেলে রাখা জমিতে করে ফেলুন তিসির চাষ।
পলি দোআশ ও এটেল দোআশ মাটিতে তিসির চাষ করা যায় ।তিসির বীজ ছোট বলে জমিতে ৪-৫ টি আড়াআড়ি চাষ ও ২-৩ টি মই দিয়ে মসৃন ভাবে জমি তৈরি করতে হয় ।তিসি চাষ সাধারণতকার্তিক(মধ্য-অক্টোবর হতে মধ্যে-নভেম্বর)বীজের বপন করা হয়।এই কিছু নিয়ম মেনে আপনিও ফেলে রাখা জমিতে করে ফেলুন তিসির চাষ।
advertisement
advertisement
advertisement