Cooking Oil Price: রান্নার তেলে মেগা-পতন! MRP -তে ১০ টাকা করে কমবে দাম? মোদি সরকারের মাস্টার স্ট্রোক

Last Updated:
Cooking Oil Price: বুধবার ভোজ্য তেল (Edible Oil) কোম্পানিগুলির সঙ্গে বৈঠকে বসেছিল খাদ্য মন্ত্রক। সেই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে খাদ্য সচিব সুধাংশু পান্ডে সুখবর জানান।
1/6
রথযাত্রায় দুর্দান্ত উপহার মোদি সরকারের (Modi Govt)। কেন্দ্রের সুপারিশে এবার মেগা পতন হতে চলেছে ভোজ্যতেলে। এক সপ্তাহের মধ্যে তেল কোম্পানিগুলিকে কমপক্ষে ১০ টাকা লিটার প্রতি দাম কমানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এরফলে সরষের তেল, সাদা তেল-সহ রান্নার তেলের দাম কমতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের তরফে তেলের দাম নিয়ে এদিন কড়া বার্তা দেওয়া হয়েছে (Cooking Oil Price)।
রথযাত্রায় দুর্দান্ত উপহার মোদি সরকারের (Modi Govt)। কেন্দ্রের সুপারিশে এবার মেগা পতন হতে চলেছে ভোজ্যতেলে। এক সপ্তাহের মধ্যে তেল কোম্পানিগুলিকে কমপক্ষে ১০ টাকা লিটার প্রতি দাম কমানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এরফলে সরষের তেল, সাদা তেল-সহ রান্নার তেলের দাম কমতে চলেছে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রের তরফে তেলের দাম নিয়ে এদিন কড়া বার্তা দেওয়া হয়েছে (Cooking Oil Price)।
advertisement
2/6
বুধবার ভোজ্য তেল (Edible Oil) কোম্পানিগুলির সঙ্গে বৈঠকে বসেছিল খাদ্য মন্ত্রক। সেই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে খাদ্য সচিব সুধাংশু পান্ডে সুখবর জানান। বৈঠকে কেন্দ্রের তরফে, দেশের সর্বত্র একই ব্র্যান্ডের তেলের (Cooking Oil Price) দাম একই রাখতে বলা হয়েছে।
বুধবার ভোজ্য তেল (Edible Oil) কোম্পানিগুলির সঙ্গে বৈঠকে বসেছিল খাদ্য মন্ত্রক। সেই গুরুত্বপূর্ণ বৈঠক শেষে খাদ্য সচিব সুধাংশু পান্ডে সুখবর জানান। বৈঠকে কেন্দ্রের তরফে, দেশের সর্বত্র একই ব্র্যান্ডের তেলের (Cooking Oil Price) দাম একই রাখতে বলা হয়েছে।
advertisement
3/6
বিশ্ব জুড়ে ভোজ্য তেলের দাম কমলেও ভারতে রান্নার তেলের দামে তেমন কোনও পতন আসেনি, সে কারণেই এদিন ভোজ্য তেল (Edible Oil price) কোম্পানি ও প্রস্তুতকারক কোম্পানিগুলির সঙ্গে বৈঠকে বসে খাদ্য মন্ত্রক।
বিশ্ব জুড়ে ভোজ্য তেলের দাম কমলেও ভারতে রান্নার তেলের দামে তেমন কোনও পতন আসেনি, সে কারণেই এদিন ভোজ্য তেল (Edible Oil price) কোম্পানি ও প্রস্তুতকারক কোম্পানিগুলির সঙ্গে বৈঠকে বসে খাদ্য মন্ত্রক।
advertisement
4/6
ক্রমবর্ধমান দামের মধ্যে ভোক্তাদের স্বস্তি দেওয়ার জন্য, কেন্দ্র ভোজ্য তেল উত্পাদন এবং বিপণন সংস্থাগুলিকে আমদানি করা রান্নার তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) প্রতি লিটারে ১০ টাকা পর্যন্ত কমাতে বলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে সংস্থাগুলিকে এক সপ্তাহের মধ্যে দামের পরিবর্তন কার্যকর করতে বলা হয়েছে (Cooking Oil Price)।
ক্রমবর্ধমান দামের মধ্যে ভোক্তাদের স্বস্তি দেওয়ার জন্য, কেন্দ্র ভোজ্য তেল উত্পাদন এবং বিপণন সংস্থাগুলিকে আমদানি করা রান্নার তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) প্রতি লিটারে ১০ টাকা পর্যন্ত কমাতে বলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে সংস্থাগুলিকে এক সপ্তাহের মধ্যে দামের পরিবর্তন কার্যকর করতে বলা হয়েছে (Cooking Oil Price)।
advertisement
5/6
গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত তার বার্ষিক ভোজ্যতেলের চাহিদার প্রায় ৫৬ শতাংশ পূরণ করে আমদানি থেকে। তাই আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার সরাসরি প্রভাব পড়ে স্থানীয় বাজারে।
গত কয়েকদিনে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত তার বার্ষিক ভোজ্যতেলের চাহিদার প্রায় ৫৬ শতাংশ পূরণ করে আমদানি থেকে। তাই আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার সরাসরি প্রভাব পড়ে স্থানীয় বাজারে।
advertisement
6/6
কেন্দ্রীয় (Modi Govt) খাদ্য সচিব সুধাংশু পান্ডে এদিন বলেন, “আমরা ভোজ্যতেল কোম্পানিগুলিকে বলেছি যে গত এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী দাম ১০ শতাংশ কমেছে। অথচ দেশীয় ভোক্তারা তার সুবিধা পাচ্ছেন না। তাই আমরা তাদের এমআরপি কমাতে বলেছি। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
কেন্দ্রীয় (Modi Govt) খাদ্য সচিব সুধাংশু পান্ডে এদিন বলেন, “আমরা ভোজ্যতেল কোম্পানিগুলিকে বলেছি যে গত এক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী দাম ১০ শতাংশ কমেছে। অথচ দেশীয় ভোক্তারা তার সুবিধা পাচ্ছেন না। তাই আমরা তাদের এমআরপি কমাতে বলেছি। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
advertisement
advertisement
advertisement