৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে যাবে এই সমস্ত ব্যাঙ্কের চেকবুক !

Last Updated:
1/4
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সম্প্রতি তাদের ৫১টি ব্রাঞ্চ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সরকারি এই ব্যাঙ্ক জানিয়েছে, যে ব্রাঞ্চগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সবই শহরাঞ্চলের ৷ এই সমস্ত ব্রাঞ্চ থেকে ব্যাঙ্কের কোনও লাঙ হচ্ছিল না ৷ ব্যাঙ্কের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ৫১ টি শাখা বন্ধ করে দিয়ে সেগুলি নিকটবর্তী ব্রাঞ্চের সঙ্গে মার্জ করে দেওয়া হবে ৷ অথার্ৎ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করে দেওয়া হবে ৷
ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র সম্প্রতি তাদের ৫১টি ব্রাঞ্চ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সরকারি এই ব্যাঙ্ক জানিয়েছে, যে ব্রাঞ্চগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সবই শহরাঞ্চলের ৷ এই সমস্ত ব্রাঞ্চ থেকে ব্যাঙ্কের কোনও লাঙ হচ্ছিল না ৷ ব্যাঙ্কের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ৫১ টি শাখা বন্ধ করে দিয়ে সেগুলি নিকটবর্তী ব্রাঞ্চের সঙ্গে মার্জ করে দেওয়া হবে ৷ অথার্ৎ গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য ব্রাঞ্চে ট্রান্সফার করে দেওয়া হবে ৷
advertisement
2/4
দেশজুড়ে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ১৯০০ টা শাখা রয়েছে ৷ ব্যাঙ্কর তরপে জানানো হয়েছে, গ্রাহকদের সুবিধার্থে নিকটবর্তী শাখার সঙ্গে মার্জ করা হচ্ছে ৫১টি ব্রাঞ্চ ৷
দেশজুড়ে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের ১৯০০ টা শাখা রয়েছে ৷ ব্যাঙ্কর তরপে জানানো হয়েছে, গ্রাহকদের সুবিধার্থে নিকটবর্তী শাখার সঙ্গে মার্জ করা হচ্ছে ৫১টি ব্রাঞ্চ ৷
advertisement
3/4
 এর জেরে বন্ধ হয়ে যাওয়া ব্রাঞ্চগুলির IFSC ও MICR কোড বাতিল করে দেওয়া হচ্ছে ৷ গ্রাহকদের সেভিংস ও অন্যান্য অ্যাকাউন্ট মার্জ হওয়া ব্রাঞ্চে সিফ্ট করে দেওয়া হয়েছে ৷ অথার্ৎ গ্রাহদের অ্যাকাউন্ট অন্য শাখায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে ৷
এর জেরে বন্ধ হয়ে যাওয়া ব্রাঞ্চগুলির IFSC ও MICR কোড বাতিল করে দেওয়া হচ্ছে ৷ গ্রাহকদের সেভিংস ও অন্যান্য অ্যাকাউন্ট মার্জ হওয়া ব্রাঞ্চে সিফ্ট করে দেওয়া হয়েছে ৷ অথার্ৎ গ্রাহদের অ্যাকাউন্ট অন্য শাখায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে ৷
advertisement
4/4
 বন্ধ হয়ে যাওয়ার শাখার গ্রাহকদের তাদের পুরনো চেকবুক ৩০ নভেম্বর পর্যন্ত জমা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাহলে নতুন IFSC কোড সহ নতুন চেকবুক দেওয়া হবে ৷ অথার্ৎ পুরনো চেকবুক আর কাজ করবে না ৷ ৩১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়ার শাখার IFSC ও MICR কোড বাতিল হয়ে যাবে ৷ ফলে এবার থেকে নতুন IFSC ও MICR কোডের মাধ্যমে গ্রাহকদের লেনদেন করতে হবে ৷
বন্ধ হয়ে যাওয়ার শাখার গ্রাহকদের তাদের পুরনো চেকবুক ৩০ নভেম্বর পর্যন্ত জমা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ তাহলে নতুন IFSC কোড সহ নতুন চেকবুক দেওয়া হবে ৷ অথার্ৎ পুরনো চেকবুক আর কাজ করবে না ৷ ৩১ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়ার শাখার IFSC ও MICR কোড বাতিল হয়ে যাবে ৷ ফলে এবার থেকে নতুন IFSC ও MICR কোডের মাধ্যমে গ্রাহকদের লেনদেন করতে হবে ৷
advertisement
advertisement
advertisement