কী অবস্থায় আছে পেনশন? EPFO পোর্টালে চেক করার পদ্ধতি জেনে নিন!

Last Updated:
পেনশনভোগীরা ইপিএফও-র পেনশনার পোর্টালে তাঁদের পেনশন নিয়ে খোঁজখবর করতে পারেন।
1/7
চাকরিজীবনে বেতনের একটা অংশ জমা পড়ে এমপ্লইয়িজ প্রভিডেন্ট ফান্ডে। অবসরের পর কর্মীকে দেওয়া হয় পেনশন পেমেন্ট অর্ডার। পাশাপাশি পেনশন স্কিমের আওতায় থাকা প্রত্যেক পেনশনভোগীর জন্য বরাদ্দ করা হয় ১২ সংখ্যার একটি নম্বর।
চাকরিজীবনে বেতনের একটা অংশ জমা পড়ে এমপ্লইয়িজ প্রভিডেন্ট ফান্ডে। অবসরের পর কর্মীকে দেওয়া হয় পেনশন পেমেন্ট অর্ডার। পাশাপাশি পেনশন স্কিমের আওতায় থাকা প্রত্যেক পেনশনভোগীর জন্য বরাদ্দ করা হয় ১২ সংখ্যার একটি নম্বর।
advertisement
2/7
পেনশনভোগীরা ইপিএফও-র পেনশনার পোর্টালে তাঁদের পেনশন নিয়ে খোঁজখবর করতে পারেন। ১২ সংখ্যার পিপিও নম্বর প্রত্যেক পেনশনভোগী বা পেনশনভোগীর পরিবারের যে কোনও যোগাযোগের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে। পেনশনের অবস্থা তো জানা যায়ই, সঙ্গে ১২ সংখ্যার পিপিও নম্বর ব্যবহার করে অভিযোগও জানাতে পারেন।
পেনশনভোগীরা ইপিএফও-র পেনশনার পোর্টালে তাঁদের পেনশন নিয়ে খোঁজখবর করতে পারেন। ১২ সংখ্যার পিপিও নম্বর প্রত্যেক পেনশনভোগী বা পেনশনভোগীর পরিবারের যে কোনও যোগাযোগের জন্য রেফারেন্স হিসেবে কাজ করে। পেনশনের অবস্থা তো জানা যায়ই, সঙ্গে ১২ সংখ্যার পিপিও নম্বর ব্যবহার করে অভিযোগও জানাতে পারেন।
advertisement
3/7
পিপিও নম্বর খুঁজে বের করার উপায়: প্রথম ধাপ - www.epfindia.gov.in-এ লগ ইন করতে হবে। দ্বিতীয় ধাপ – ক্লিক করতে হবে পেনশনার পোর্টালে। তৃতীয় ধাপ – সেখান থেকে ‘ওয়েলকাম টু পেনশনার্স পোর্টাল’-এ পাঠানো হবে। চতুর্থ ধাপ – এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা পিএফ নম্বর লিখতে হবে।
পিপিও নম্বর খুঁজে বের করার উপায়: প্রথম ধাপ - www.epfindia.gov.in-এ লগ ইন করতে হবে। দ্বিতীয় ধাপ – ক্লিক করতে হবে পেনশনার পোর্টালে। তৃতীয় ধাপ – সেখান থেকে ‘ওয়েলকাম টু পেনশনার্স পোর্টাল’-এ পাঠানো হবে। চতুর্থ ধাপ – এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর বা পিএফ নম্বর লিখতে হবে।
advertisement
4/7
এই সমস্ত তথ্য পূরণ করলেই চলে আসবে পিপিও নম্বর। সঙ্গে দেওয়া হবে সদস্য আইডি এবং পেনশনের ধরন।
এই সমস্ত তথ্য পূরণ করলেই চলে আসবে পিপিও নম্বর। সঙ্গে দেওয়া হবে সদস্য আইডি এবং পেনশনের ধরন।
advertisement
5/7
পেনশন স্টেটাস দেখার পদ্ধতি: প্রথম ধাপ - www.epfindia.gov.in-এ লগ ইন করতে হবে। দ্বিতীয় ধাপ – ক্লিক করতে হবে পেনশনার পোর্টালে। তৃতীয় ধাপ – সেখান থেকে ‘ওয়েলকাম টু পেনশনার্স পোর্টাল’-এ পাঠানো হবে। চতুর্থ ধাপ – এবার পৃষ্ঠার ডানদিকে ‘নো ইয়োর পেনশন স্টেটাস’-এ ক্লিক করতে হবে। পঞ্চম ধাপ – অফিস, অফিস আইডি, পিপিও নম্বর দিয়ে ‘পেনশন স্টেটাস’-এ ক্লিক করলেই জানা যাবে পেনশনভোগীর পেনশনের বর্তমান অবস্থা।
পেনশন স্টেটাস দেখার পদ্ধতি: প্রথম ধাপ - www.epfindia.gov.in-এ লগ ইন করতে হবে। দ্বিতীয় ধাপ – ক্লিক করতে হবে পেনশনার পোর্টালে। তৃতীয় ধাপ – সেখান থেকে ‘ওয়েলকাম টু পেনশনার্স পোর্টাল’-এ পাঠানো হবে। চতুর্থ ধাপ – এবার পৃষ্ঠার ডানদিকে ‘নো ইয়োর পেনশন স্টেটাস’-এ ক্লিক করতে হবে। পঞ্চম ধাপ – অফিস, অফিস আইডি, পিপিও নম্বর দিয়ে ‘পেনশন স্টেটাস’-এ ক্লিক করলেই জানা যাবে পেনশনভোগীর পেনশনের বর্তমান অবস্থা।
advertisement
6/7
পিপিও যাচাইকরণ: পিপিও-তে অন্তর্ভুক্ত পেনশনারি অ্যাওয়ার্ডগুলি সঠিক এবং বর্তমান প্রবিধান অনুযায়ী পেতে হলে এটি পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই করে দেখে নিতে হবে। পেনশনার পোর্টাল জানাচ্ছে, ‘পিপিও-তে কোনও সংশোধনের প্রয়োজন হলে, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুগ্রহ করে আপনার হেড অফ অফিস/পেনশন বিতরণকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করুন’।
পিপিও যাচাইকরণ: পিপিও-তে অন্তর্ভুক্ত পেনশনারি অ্যাওয়ার্ডগুলি সঠিক এবং বর্তমান প্রবিধান অনুযায়ী পেতে হলে এটি পাওয়ার সঙ্গে সঙ্গে যাচাই করে দেখে নিতে হবে। পেনশনার পোর্টাল জানাচ্ছে, ‘পিপিও-তে কোনও সংশোধনের প্রয়োজন হলে, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুগ্রহ করে আপনার হেড অফ অফিস/পেনশন বিতরণকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করুন’।
advertisement
7/7
১২ সংখ্যার পিপিও নম্বর বরাদ্দ হয় কোন প্রক্রিয়ায়: সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস অনুসারে, ‘১২ সংখ্যার পিপিও নম্বর বরাদ্দের জন্য নিম্নলিখিত সিস্টেম অনুসরণ করা হয়। প্রতিটি পিপিওতে, প্রথম পাঁচটি সংখ্যা পিপিও ইস্যুকারী কর্তৃপক্ষের কোড নম্বর, পরের দুটি সংখ্যা ইস্যু করার বছর, তার পরের চারটি সংখ্যা পিপিও-এর অনুক্রমিক সংখ্যা এবং শেষ সংখ্যাটি কম্পিউটারের জন্য চেক সংখ্যা’।
১২ সংখ্যার পিপিও নম্বর বরাদ্দ হয় কোন প্রক্রিয়ায়: সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস অনুসারে, ‘১২ সংখ্যার পিপিও নম্বর বরাদ্দের জন্য নিম্নলিখিত সিস্টেম অনুসরণ করা হয়। প্রতিটি পিপিওতে, প্রথম পাঁচটি সংখ্যা পিপিও ইস্যুকারী কর্তৃপক্ষের কোড নম্বর, পরের দুটি সংখ্যা ইস্যু করার বছর, তার পরের চারটি সংখ্যা পিপিও-এর অনুক্রমিক সংখ্যা এবং শেষ সংখ্যাটি কম্পিউটারের জন্য চেক সংখ্যা’।
advertisement
advertisement
advertisement