৮.৫০% সুদ মিলছে ফিক্সড ডিপোজিটে, দেখে নিন চলতি মাসে বেশি সুদের হার দিচ্ছে কোন কোন ব্যাঙ্ক

Last Updated:
দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক চলতি মাসে ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে।
1/5
রিজার্ভ ব্যাঙ্ক বেশ কয়েক দফায় রেপো রেট বৃদ্ধির পরে ব্যাঙ্কগুলোও ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। তবে এই হার সব সময়েই পরিবর্তনশীল, অতএব টাকা লগ্নির আগে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক চলতি মাসে ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্ক বেশ কয়েক দফায় রেপো রেট বৃদ্ধির পরে ব্যাঙ্কগুলোও ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। তবে এই হার সব সময়েই পরিবর্তনশীল, অতএব টাকা লগ্নির আগে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক চলতি মাসে ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে।
advertisement
2/5
২ কোটির নিচে বিনিয়োগে সেরা ১০ (৭ দিন-১০ বছর মেয়াদে): স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: সাধারণ নাগরিক- ৩.০০%-৭.১০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৬০% এইচডিএফসি ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.০০%-৭.১০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৭৫% আইসিআইসিআই ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.০০%-৭.১০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৬০% আইডিবিআই ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.০০%-৭.১৫%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৬৫%
২ কোটির নিচে বিনিয়োগে সেরা ১০ (৭ দিন-১০ বছর মেয়াদে): স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: সাধারণ নাগরিক- ৩.০০%-৭.১০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৬০% এইচডিএফসি ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.০০%-৭.১০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৭৫% আইসিআইসিআই ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.০০%-৭.১০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৬০% আইডিবিআই ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.০০%-৭.১৫%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৬৫%
advertisement
3/5
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ২.৭৫%-৭.২০%, বর্ষীয়ান নাগরিক- ৩.২৫%-৭.৭৫% কারুর বৈশ্য ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৪.০০%-৭.৫০%, বর্ষীয়ান নাগরিক- ৫.৯০%-৮.০০% পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.৫০%-৭.২৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.০০%-৭.৭৫% কানাড়া ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.২৫%-৭.১৫%, বর্ষীয়ান নাগরিক- ৩.২৫%-৭.৬৫% অ্যাক্সিস ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.৫০%-৭.২০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৯৫% আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.৫০%-৭.৭৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.০০%-৮.২৫%
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ২.৭৫%-৭.২০%, বর্ষীয়ান নাগরিক- ৩.২৫%-৭.৭৫% কারুর বৈশ্য ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৪.০০%-৭.৫০%, বর্ষীয়ান নাগরিক- ৫.৯০%-৮.০০% পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.৫০%-৭.২৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.০০%-৭.৭৫% কানাড়া ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.২৫%-৭.১৫%, বর্ষীয়ান নাগরিক- ৩.২৫%-৭.৬৫% অ্যাক্সিস ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.৫০%-৭.২০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৫০%-৭.৯৫% আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.৫০%-৭.৭৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.০০%-৮.২৫%
advertisement
4/5
২ কোটির নিচে বিনিয়োগে জনপ্রিয় আরও কিছু ব্যাঙ্ক (৭ দিন-১০ বছর মেয়াদে): ইয়েস ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.২৫%-৭.৫০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৭৫%-৮.০০% ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.৫০%-৭.৭৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.০০%-৮.২৫% ইউকো ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ২.৯০%-৭.১৫%, বর্ষীয়ান নাগরিক- ২.৯০%-৭.২০%
২ কোটির নিচে বিনিয়োগে জনপ্রিয় আরও কিছু ব্যাঙ্ক (৭ দিন-১০ বছর মেয়াদে): ইয়েস ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.২৫%-৭.৫০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৭৫%-৮.০০% ইন্ডাসইন্ড ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.৫০%-৭.৭৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.০০%-৮.২৫% ইউকো ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ২.৯০%-৭.১৫%, বর্ষীয়ান নাগরিক- ২.৯০%-৭.২০%
advertisement
5/5
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: সাধারণ নাগরিক- ৪.০০%-৭.৭৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.৫০%-৭.২৫% ইন্ডিয়ান ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ২.৮০%-৬.৭০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৩০%-৭.২০% ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৪.০০%-৭.২৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.৫০%-৭.৭৫% বন্ধন ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.০০%-৮.০০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৭৫%-৮.৫০%
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: সাধারণ নাগরিক- ৪.০০%-৭.৭৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.৫০%-৭.২৫% ইন্ডিয়ান ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ২.৮০%-৬.৭০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৩০%-৭.২০% ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৪.০০%-৭.২৫%, বর্ষীয়ান নাগরিক- ৪.৫০%-৭.৭৫% বন্ধন ব্যাঙ্ক: সাধারণ নাগরিক- ৩.০০%-৮.০০%, বর্ষীয়ান নাগরিক- ৩.৭৫%-৮.৫০%
advertisement
advertisement
advertisement