LPG সিলিন্ডারে মিলছে ৯০০ টাকা ছাড়! জেনে নিন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কীভাবে বুকিং করবেন ?
advertisement
advertisement
কীভাবে পাবেন ৯০০ টাকা ? সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম বার পেটিএম অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করলে তিনটি সিলিন্ডার বুকিং করলে ৯০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন ৷ প্রথমবার ব্যবহারকারীরা Paytm First Points পেয়ে যাবেন ৷ এই পয়েন্ট Wallet balance Redeem করার সময় ব্যবহার করা যেতে পারে ৷ বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাকের স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন ৷ এই স্ক্র্যাচ কার্ড ৭দিনের ভিতর ব্যবহার করতে হবে ৷ Cashback and Offers Section এ গিয়ে স্ক্র্যাচ কার্ড খুলতে পারবেন ৷
advertisement
দেখে নিন কীভাবে বুকিং করবেন ? Paytm অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে পেটিএমে Show more অপশনে ক্লিক করতে হবে Recharge ও পে বিলে ক্লিক করতে হবে এরপর Book a cylinder এ ক্লিক করতে হবে আপনার গ্যাস প্রোভাইডার সিলেক্ট করতে হবে আপনার মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিতে হবে এরপর পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরই স্ক্র্যাচ কার্ড চলে আসবে