LPG সিলিন্ডারে মিলছে ৯০০ টাকা ছাড়! জেনে নিন বিস্তারিত

Last Updated:
দেখে নিন কীভাবে বুকিং করবেন ?
1/4
১ জুলাই ফের দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের ৷ এর জেরে দিল্লিতে  LPG সিলিন্ডারের দাম হয়ে গিয়েছে ৮৩৪.৫০ টাকা ৷ তবে এরই মাঝে রয়েছে সুখবর ৷ এবার সস্তায় এলপিজি সিলিন্ডার কেনার দারুণ সুযোগ রয়েছে ৷ আপনিও এই অফার ব্যবহার করে ৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ৷
১ জুলাই ফের দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাসের ৷ এর জেরে দিল্লিতে LPG সিলিন্ডারের দাম হয়ে গিয়েছে ৮৩৪.৫০ টাকা ৷ তবে এরই মাঝে রয়েছে সুখবর ৷ এবার সস্তায় এলপিজি সিলিন্ডার কেনার দারুণ সুযোগ রয়েছে ৷ আপনিও এই অফার ব্যবহার করে ৯০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ৷
advertisement
2/4
Paytm অ্যাপের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুকিং করলে ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা রয়েছে ৷ এছাড়াও পেটিএম এমন একটি ফিচার নিয়ে এসেছে যেখানে বুকিংয়ের কয়েক ঘণ্টা পর অন্য প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট করা যেতে পারবে ৷
Paytm অ্যাপের মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুকিং করলে ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুবিধা রয়েছে ৷ এছাড়াও পেটিএম এমন একটি ফিচার নিয়ে এসেছে যেখানে বুকিংয়ের কয়েক ঘণ্টা পর অন্য প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট করা যেতে পারবে ৷
advertisement
3/4
কীভাবে পাবেন ৯০০ টাকা ?   সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম বার পেটিএম অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করলে তিনটি সিলিন্ডার বুকিং করলে ৯০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন ৷ প্রথমবার ব্যবহারকারীরা  Paytm First Points পেয়ে যাবেন ৷ এই পয়েন্ট Wallet balance Redeem করার সময় ব্যবহার করা যেতে পারে ৷ বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাকের স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন ৷ এই স্ক্র্যাচ কার্ড ৭দিনের ভিতর ব্যবহার করতে হবে ৷ Cashback and Offers Section এ গিয়ে স্ক্র্যাচ কার্ড খুলতে পারবেন ৷
কীভাবে পাবেন ৯০০ টাকা ? সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম বার পেটিএম অ্যাপের মাধ্যমে গ্যাস বুকিং করলে তিনটি সিলিন্ডার বুকিং করলে ৯০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন ৷ প্রথমবার ব্যবহারকারীরা Paytm First Points পেয়ে যাবেন ৷ এই পয়েন্ট Wallet balance Redeem করার সময় ব্যবহার করা যেতে পারে ৷ বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে ক্যাশব্যাকের স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন ৷ এই স্ক্র্যাচ কার্ড ৭দিনের ভিতর ব্যবহার করতে হবে ৷ Cashback and Offers Section এ গিয়ে স্ক্র্যাচ কার্ড খুলতে পারবেন ৷
advertisement
4/4
দেখে নিন কীভাবে বুকিং করবেন ?   Paytm অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে পেটিএমে Show more অপশনে ক্লিক করতে হবে Recharge ও পে বিলে ক্লিক করতে হবে এরপর Book a cylinder এ ক্লিক করতে হবে আপনার গ্যাস প্রোভাইডার সিলেক্ট করতে হবে আপনার মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিতে হবে এরপর পেমেন্ট করতে হবে  পেমেন্ট করার পরই স্ক্র্যাচ কার্ড চলে আসবে
দেখে নিন কীভাবে বুকিং করবেন ? Paytm অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে পেটিএমে Show more অপশনে ক্লিক করতে হবে Recharge ও পে বিলে ক্লিক করতে হবে এরপর Book a cylinder এ ক্লিক করতে হবে আপনার গ্যাস প্রোভাইডার সিলেক্ট করতে হবে আপনার মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিতে হবে এরপর পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরই স্ক্র্যাচ কার্ড চলে আসবে
advertisement
advertisement
advertisement