Gold Price Today: দেখে নিন আজ কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম কত, চমকে যাবেন আপনিও!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন বিভিন্ন শহরে সোনা ও রুপোর দাম-
সস্তায় সোনা ও রুপোর কেনার (Gold Silver Price) এখন সবচেয়ে ভাল সুযোগ ৷ গত কয়েকদিনে লাগাতার সোনার দাম কমেছে ৷ মঙ্গলবারও সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ মঙ্গলবার ৮ জুন (Gold Price Today) MCX-এ সোনার দাম কমেছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা কমে যাওয়ায় দাম কমেছে সোনার ৷ মঙ্গলবার এক্সচেঞ্জ খোলার পর সোনার দাম ৪৩ টাকা কমে ৪৯,১০০ টাকা হয়েছে ৷ দাম কমেছে রুপোরও ৷
advertisement
advertisement
advertisement
advertisement
>>দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৪৭৯৫০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম ৫২৩০০ টাকা >>মুম্বইয়ে ২২ ক্যারেট সোনার দাম ৪৭৫১০ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম ৪৮৫১০ টাকা >>কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ৪৮০৩০ টাকা, ২৪ ক্যারেট সোনার দাম ৫০,৭৩০ টাকা >>চেন্নাইয়ে ২২ ক্যারেট সোনার দাম ৪৬০৫০ টাকা, ২৪ ক্যারেটের দাম ৫০২৪০ টাকা