Income Tax Refund: কবে পাওয়া যাবে ট্যাক্স রিফান্ড? প্যান নম্বর দিয়ে অনলাইনে এভাবে স্ট্যাটাস দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Income Tax Refund: আয়কর রিটার্ন দাখিল করার পর থেকেই রিফান্ডের অপেক্ষা করেন আয়করদাতারা। তবে রিটার্নের ই-ভেরিফিকেশন না করলে রিফান্ড পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আয়কর বিভাগ।
advertisement
advertisement
রিটার্ন দাখিল করার পর যাচাই করা বাধ্যতামূলক। রিটার্ন যাচাই না করলে তা অসম্পূর্ণ বলে ধরে নেওয়া হয়। সোজা কথায়, সেই আটিআর নেই বৈধ নয়। যাইহোক, আয়কর রিটার্ন দাখিলের পর রিফান্ড পেতে ১৫ দিন থেকে ৪৫ দিন পর্যন্ত সময় লাগে। যদি কেউ আইটিআর-ভি ফর্মের মাধ্যমে অফলাইনে যাচাই প্রক্রিয়া করেন, তাহলে আরও বেশি সময় লাগবে।
advertisement
advertisement
প্যান কার্ডের মাধ্যমে অনলাইনে ট্যাক্স রিফান্ড স্ট্যাটাস দেখার পদ্ধতি: আয়করদাতা প্যান নম্বর দিয়ে অনলাইনে ট্যাক্স রিফান্ডের স্ট্যাটাস দেখে নিতে পারেন। আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে এই স্ট্যাটাস দেখা যায়। এর জন্য করদাতাকে প্রথমেই আয়কর বিভাগের অফিসিয়াল ই-ফাইলিং ওয়েবসাইট https://eportal.incometax.gov.in –এ যেতে হবে।
advertisement
advertisement
advertisement