Gold Price: এখানে অনেকটাই সস্তায় কিনতে পারবেন সোনা! কেনার আগে একবার কি ঢুঁ মারবেন ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
দেশে খনি থেকে সোনা উত্তোলনের পরিমাণ নগণ্য। বেশির ভাগটাই আমদানি করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কিন্তু সোনার দর কেরলে কেন কম? কেরলে প্রতিদিন সোনার মূল্য নির্ধারণ করে অল কেরল গোল্ড অ্যান্ড সিলভার অ্যাসোসিয়েশন। এটা হল স্বর্ণ ব্যবসায়ীদের একটা সমিতি, যেটা সমস্ত দিক মাথায় রেখেই সোনার মূল্য প্রসঙ্গে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। কেরলে সোনার মূল্য নির্ধারণের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা থাকে আন্তর্জাতিক সোনার দরের।
advertisement
advertisement
advertisement
ফলে বোঝাই যাচ্ছে যে, দক্ষিণ ভারতীয় রাজ্য কেরলে সোনার পাওয়া যাবে সবথেকে সস্তায়। ফলে এখান থেকে সোনা কিনলে স্বাভাবিক ভাবেই দাম অনেকটা কম পড়বে। বেশ কিছু টাকা বেঁচে যাবে। তবে হ্যাঁ, সোনা বা সোনার গয়না কেনার আগে জুয়েলার্সদের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। গত এক বছরে সোনার দাম অনেক বেড়েছে। তাই সোনায় টাকা ঢালতে চাইলে কোথায় বিনিয়োগ লাভজনক হবে এবং কোথায় সস্তায় পাওয়া যাবে, খেয়াল রাখতে হবে।