SBI গ্রাহকদের জন্য সুখবর! পয়লা অক্টোবর থেকে কমবে ATM-সহ বিভিন্ন পরিষেবার চার্জ

Last Updated:
আগামী দিনে গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম রাখার সিদ্ধান্তও বদলানোর পরিকল্পনা করা হচ্ছে ৷
1/6
দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের একাধিক পরিষেবার চার্জ বদলানোর কাজ শুরু করে দিয়েছে ৷ আগামী দিনে গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম রাখার সিদ্ধান্ত তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ এর জেরে ন্যূনতম ব্যালেন্স না রাখতে পারলে তার জন্য যে চার্জ কাটা হয় সেটি ৮০ শতাংশ পর্যন্ত কম হতে পারে ৷
দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের একাধিক পরিষেবার চার্জ বদলানোর কাজ শুরু করে দিয়েছে ৷ আগামী দিনে গ্রাহকদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম রাখার সিদ্ধান্ত তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৷ এর জেরে ন্যূনতম ব্যালেন্স না রাখতে পারলে তার জন্য যে চার্জ কাটা হয় সেটি ৮০ শতাংশ পর্যন্ত কম হতে পারে ৷
advertisement
2/6
এছাড়া NEFT ও RTGS এর মতো ডিজিটাল মোডের মাধ্যমে লেনদেন আরও সস্তা করার প্ল্যান রয়েছে ৷ একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্টেট ব্যাঙ্কের নতুন চার্জ পয়লা অক্টোবর থেকে লাগু করা হবে ৷
এছাড়া NEFT ও RTGS এর মতো ডিজিটাল মোডের মাধ্যমে লেনদেন আরও সস্তা করার প্ল্যান রয়েছে ৷ একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, স্টেট ব্যাঙ্কের নতুন চার্জ পয়লা অক্টোবর থেকে লাগু করা হবে ৷
advertisement
3/6
 মেট্রো ও শহরে বর্তমানে অ্যাকাউন্ট খুললে ন্যূনতম ৫০০০ ও ৩০০০ টাকা ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ৷ তবে পয়লা অক্টোবর থেকে সেটি কমে সমস্ত শহরের ক্ষেত্রে ৩০০০ টাকা করা হবে ৷
মেট্রো ও শহরে বর্তমানে অ্যাকাউন্ট খুললে ন্যূনতম ৫০০০ ও ৩০০০ টাকা ব্যালেন্স রাখা বাধ্যতামূলক ৷ তবে পয়লা অক্টোবর থেকে সেটি কমে সমস্ত শহরের ক্ষেত্রে ৩০০০ টাকা করা হবে ৷
advertisement
4/6
কারোর অ্যাকাউন্টে ৩০০০ টাকার থেকে ৭৫ শতাংশ কম টাকা থাকলে তাহলে পেনাল্টি দিতে হবে ১৫ শতাংশ + জিএসটি যা এই মুহূর্তে ৮০ টাকা + জিএসটি ৷
কারোর অ্যাকাউন্টে ৩০০০ টাকার থেকে ৭৫ শতাংশ কম টাকা থাকলে তাহলে পেনাল্টি দিতে হবে ১৫ শতাংশ + জিএসটি যা এই মুহূর্তে ৮০ টাকা + জিএসটি ৷
advertisement
5/6
ইতিমধ্যেই NEFT ও RTGS মাধ্যমে লেনদেন ফ্রি করে দেওয়া হয়েছে ৷ নতুন নিয়মে ১০ হাজার টাকার লেনদেননের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না ৷
ইতিমধ্যেই NEFT ও RTGS মাধ্যমে লেনদেন ফ্রি করে দেওয়া হয়েছে ৷ নতুন নিয়মে ১০ হাজার টাকার লেনদেননের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না ৷
advertisement
6/6
এর পাশাপাশি মেট্রো শহরে এটিএম থেকে এবার সর্বোচ্চ ১০ বার ফ্রি ডেবিট লেনদেন করা সম্ভব ৷ অন্য জায়গার ক্ষেত্রে লেনদেন করা যাবে ১২ বার বিনামূল্যে ৷ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এক আর্থিক বছরে ১০টি চেক দেওয়া হবে বিনামূল্যে ৷ এরপর ১০ পাতার চেকবুকের জন্য দিতে হবে ৪০ টাকা ও জিএসটি ৷ ২৫ পাতার চেকবুকের ক্ষেত্রে দিতে হবে ৭৫ টাকা ও জিএসটি ৷
এর পাশাপাশি মেট্রো শহরে এটিএম থেকে এবার সর্বোচ্চ ১০ বার ফ্রি ডেবিট লেনদেন করা সম্ভব ৷ অন্য জায়গার ক্ষেত্রে লেনদেন করা যাবে ১২ বার বিনামূল্যে ৷ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এক আর্থিক বছরে ১০টি চেক দেওয়া হবে বিনামূল্যে ৷ এরপর ১০ পাতার চেকবুকের জন্য দিতে হবে ৪০ টাকা ও জিএসটি ৷ ২৫ পাতার চেকবুকের ক্ষেত্রে দিতে হবে ৭৫ টাকা ও জিএসটি ৷
advertisement
advertisement
advertisement