Petrol Diesel Prices : উত্তরপ্রদেশ-বিহারে সস্তা হল পেট্রোল ও ডিজেল, দেখে নিন আপনার শহরে কত হল দাম

Last Updated:
দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম-
1/6
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ সোমবার উত্তরপ্রদেশ ও বিহারের শহরে পেট্রোল ও ডিজেলের দামে পতন দেখা গিয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলি সোমবার দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ এর মধ্যে একাধিক শহরে জ্বালানির দামে বদল দেখা গিয়েছে ৷ তবে দেশের মহানগর দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতাতে অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম ৷
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে ওঠা-নামা লেগেই রয়েছে ৷ সোমবার উত্তরপ্রদেশ ও বিহারের শহরে পেট্রোল ও ডিজেলের দামে পতন দেখা গিয়েছে ৷ সরকারি তেল সংস্থাগুলি সোমবার দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে ৷ এর মধ্যে একাধিক শহরে জ্বালানির দামে বদল দেখা গিয়েছে ৷ তবে দেশের মহানগর দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতাতে অপরিবর্তিত রাখা হয়েছে তেলের দাম ৷
advertisement
2/6
সরকারি তেল সংস্থাগুলির তরফে তেলের দাম জারি করে দেওয়া হয়েছে ৷ এদিন সকালে গৌতম বুদ্ধনগর (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ২৮ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬৪ টাকা হয়ে গিয়েছে ৷ এখানে ডিজেলের দাম ২৬ পয়সা কমে গিয়ে প্রতি লিটারে ৮৯.৮২ টাকা হয়ে গিয়েছে ৷ একই ভাবে লখনউতে পেট্রোল ৫ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬২ টাকা হয়েছে এবং ডিজেলের দাম ৫ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৮১ টাকায় বিক্রি হচ্ছে ৷ বিহারের রাজধানী পটনাতে এদিন পেট্রোলের দাম ২৪ পয়সা কমে প্রতি লিটারে ১০৭.২৪ টাকা হয়ে গিয়েছে ৷ ডিজেল ২২ পয়সা কমে ৯৪.০৪ টাকা হয়েছে ৷
সরকারি তেল সংস্থাগুলির তরফে তেলের দাম জারি করে দেওয়া হয়েছে ৷ এদিন সকালে গৌতম বুদ্ধনগর (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ২৮ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬৪ টাকা হয়ে গিয়েছে ৷ এখানে ডিজেলের দাম ২৬ পয়সা কমে গিয়ে প্রতি লিটারে ৮৯.৮২ টাকা হয়ে গিয়েছে ৷ একই ভাবে লখনউতে পেট্রোল ৫ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৬২ টাকা হয়েছে এবং ডিজেলের দাম ৫ পয়সা কমে প্রতি লিটারে ৮৯.৮১ টাকায় বিক্রি হচ্ছে ৷ বিহারের রাজধানী পটনাতে এদিন পেট্রোলের দাম ২৪ পয়সা কমে প্রতি লিটারে ১০৭.২৪ টাকা হয়ে গিয়েছে ৷ ডিজেল ২২ পয়সা কমে ৯৪.০৪ টাকা হয়েছে ৷
advertisement
3/6
গত ২৪ ঘণ্টায় অশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে ৷ ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার কমে প্রতি ব্যারেল ৯২.৫৪ ডলার হয়েছে ৷ WTI এর দাম ১ শতাংশ কমে প্রতি ব্যারেলে ৮৬.৪৩ ডলার হয়েছে ৷
গত ২৪ ঘণ্টায় অশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে ৷ ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার কমে প্রতি ব্যারেল ৯২.৫৪ ডলার হয়েছে ৷ WTI এর দাম ১ শতাংশ কমে প্রতি ব্যারেলে ৮৬.৪৩ ডলার হয়েছে ৷
advertisement
4/6
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম  দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা  মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা  কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা  চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
advertisement
5/6
অন্যান্য শহরে জ্বালানির দাম  নয়ডা- পেট্রোল ৯৬.৬৪ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা  লখনউ- পেট্রোল ৯৬.৬২ টাকা, ডিজেল ৮৯.৮১ টাকা  পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা  পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
অন্যান্য শহরে জ্বালানির দাম নয়ডা- পেট্রোল ৯৬.৬৪ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৬২ টাকা, ডিজেল ৮৯.৮১ টাকা পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
advertisement
6/6
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ টাকা গিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ টাকা গিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
advertisement
advertisement
advertisement