১ এপ্রিল থেকে ব্যাঙ্ক ও পোস্ট অফিসে FD করানোর নিয়মে আসছে বড়সড় বদল
Last Updated:
ব্যাঙ্ক বা পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করান ? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর ৷ ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল। বাজেটে এফডি-র ক্ষেত্রে ৪০০০০ টাকা পর্যন্ত সুদে কর ছাড়ের ঘোষণা করা হয়েছিল ৷ অথার্ৎ ৪০০০০ টাকা পর্যন্ত সুদ টিডিএস আওতার বাইরে থাকবে ৷ বর্তমানে ১০০০০টাকা সুদ টিডিএস আওতার বাইরে ৷ বর্তমানে সুদে ১০ শতাংশ টিডিএস দিতে হয় ৷ অথার্ৎ এফডি থেকে যা লাভ হয় তার ১০ শতাংশ আপনাকে ট্যাক্স দিতে হয় ৷ বাজেটের এই সিদ্ধান্ত পয়লা এপ্রিল থেকে লাগু করা হবে ৷
advertisement
advertisement
advertisement