

স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ গ্রাহকদের জন্য নতুন সুবিধা দিচ্ছে এসবিআই ৷ আপনি যদি স্টেট ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করিয়ে থাকেন তাহলে এবার থেকে যে কোনও ব্রাঞ্চে ফর্ম 15G/15H জমা দিতে পারবেন ৷ ব্যাঙ্কে এফডি করালে সুদের উপর ট্যাক্স অথার্ৎ TDS (Tax Deducted at Source) কাটা হয়ে থাকে ৷ TDS তখনই কাটা হয় যখন এফডি ও সেভিংস অ্যাকাউন্ট থেকে বছরে ১০০০০ টাকা বা তার বেশি সুদ হিসেবে পান ৷


বাজেট ২০১৮ অনুযায়ী, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ১০০০০ টাকার সীমা বাড়িয়ে ৫০০০০ টাকা করে দেওয়া হয়েছে ৷ তবে ৬০ বছরের নীচে করদাতাদের জন্য আগের সীমায় লাগু করা হবে ৷


ট্যাক্স এক্সপার্টরা জানিয়েছেন, 15G ও 15H ফর্ম আপনি আপনার ব্যাঙ্কে জমা করতে পারেন এটা সুনিশ্চিত করার জন্য যে আপনার আয়ের উপর ট্যাক্স দিতে হবে না তাই ব্যাঙ্কের তরফে যাতে টিডিএস কাটা না হয় ৷ এই ফর্ম প্রত্যেক বছর জমা করতে হয় ৷