Change in Gold Price: সোনার দামে বদল ! দেখে নিন আজ ১ গ্রাম সোনা কিনতে কত খরচ হবে

Last Updated:
Change in Gold Price: সোনার দামে আজ ফের পরিবর্তন। ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার লেটেস্ট দাম দেখে নিন এখানে ৷
1/6
সপ্তাহের শুরুতে সোনার দামে বদল ৷ গত কয়েকদিন সোনার দামের ট্রেন্ড নিম্নমুখী থাকলেও সোমবার ২১ জুলাই বেড়ে গেল সোনার দাম ৷ সোনা প্রত্যেক ভারতীয় পরিবারের কাছে সঞ্চয়ের দুর্দান্ত একটি অপশন ৷ স্বাভাবিক ভাবেই সোনার দামের ওঠা-পড়া নিয়ে সকলের কৌতুহল থাকে তুঙ্গে ৷
সপ্তাহের শুরুতে সোনার দামে বদল ৷ গত কয়েকদিন সোনার দামের ট্রেন্ড নিম্নমুখী থাকলেও সোমবার ২১ জুলাই বেড়ে গেল সোনার দাম ৷ সোনা প্রত্যেক ভারতীয় পরিবারের কাছে সঞ্চয়ের দুর্দান্ত একটি অপশন ৷ স্বাভাবিক ভাবেই সোনার দামের ওঠা-পড়া নিয়ে সকলের কৌতুহল থাকে তুঙ্গে ৷
advertisement
2/6
সাধারণত এদেশে বিয়েতে মেয়েদের সোনার গয়না দেওয়ার চল যুগ যুগ ধরে চলে আসছে ৷ তবে যে ভাবে দাম বেড়ে চলেছে সোনার তাতে আর বেশিদিন এই প্রথা চলবে বলে মনে হয় না ৷ সোনার দাম আজকাল এতটাই বেড়ে গিয়েছে যে রুপো বা গোল্ড প্লেটিং গয়নার বাড়ছে চাহিদা ৷
সাধারণত এদেশে বিয়েতে মেয়েদের সোনার গয়না দেওয়ার চল যুগ যুগ ধরে চলে আসছে ৷ তবে যে ভাবে দাম বেড়ে চলেছে সোনার তাতে আর বেশিদিন এই প্রথা চলবে বলে মনে হয় না ৷ সোনার দাম আজকাল এতটাই বেড়ে গিয়েছে যে রুপো বা গোল্ড প্লেটিং গয়নার বাড়ছে চাহিদা ৷
advertisement
3/6
২০২৫ সালে হু হু করে অনেকটাই বেড়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ প্রায় ১ লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে সোনার দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মত ডিসেম্বরে ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে সোনার দাম ৷ আবার অনেকেই মনে করছেন সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা ৷
২০২৫ সালে হু হু করে অনেকটাই বেড়ে গিয়েছে সোনালি ধাতুর দাম ৷ প্রায় ১ লাখ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে সোনার দাম ৷ মার্কেট বিশেষজ্ঞদের একাংশের মত ডিসেম্বরে ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে সোনার দাম ৷ আবার অনেকেই মনে করছেন সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ আগামী কয়েক মাসে দাম সংশোধন হওয়ার পালা ৷
advertisement
4/6
সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। কিন্তু উল্টো দিকে সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
সোনা কিনতে গেলেই হাতে যেন ছ্যাঁকা লাগছে। কিন্তু উল্টো দিকে সোনা বিক্রি করার থাকলে এটা সেরা সময় হতে পারে বলে অনেকেই মনে করছেন ৷
advertisement
5/6
সোমবার ২১ জুলাই কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৩৪০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৬৭০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১২৭৯৯ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।

সোমবার ২১ জুলাই কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ৯৩৪০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৬৭০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১২৭৯৯ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
advertisement
advertisement
advertisement