বড় খবর! বদলে গিয়েছে PF সংক্রান্ত এই নিয়ম, জেনে নিন এখুনি....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
চাকুরিজীবীদের কথা মাথায় রেখে এবার নিজেদের নিয়মে বড়সড় বদল আনল ইপিএফও ৷
চাকুরিজীবীদের কথা মাথায় রেখে এবার নিজেদের নিয়মে বড়সড় বদল আনল ইপিএফও ৷ তাদের তরফে ট্যুইটে জানানো হয়েছে, ইপিএফও তাদের সিস্টেমে আরও সহজ করে দিয়েছে ৷ আগে চাকরি ছাড়ার তারিখ না থাকলে ফান্ড তোলা বা ট্রান্সফার করা আটকে যেত ৷ তবে এবার এই টেনশন দূর করার জন্য ইউনিফায়েড পোর্টালে (UAN Portal) নতুন সুবিধা শুরু করেছে ৷ এই সুবিধায় কর্মচারীরা আগে সংস্থা ছাড়ার তারিখ নিজে থেকেই আপডেট করতে পারবেন ৷ সাধারণত বেতনের ১২ শতাংশ কর্মচারীর ইপিএফও জমা পড়ে ৷ সংস্থার তরফে ৩.৬৭ শতাংশ এখানে জমা করা হয় ৷ বাকি ৮.৩৩ শতাংশ কর্মচারীর পেনশন যোজনা অথার্ৎ ইপিএসে জমা করা হয়ে থাকে ৷
advertisement
advertisement
advertisement
লগইনের পর ম্যানেজ ট্যাবে ক্লিক করতে হবে ৷ এরপর মার্ক এক্সিট অপশনে ক্লিক করতে হবে ৷ এমপ্লায়ার ও ইপিএফ অ্যাকাউন্ট সিলেক্ট করুন যার এক্সিট ডেট আপডেট করতে চান ৷ এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে ৷ আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে ৷ ওটিপি দিয়ে আপডেটে ক্লিক করে ওকে বটনে ক্লিক করতে হবে ৷ আপডেট হয়ে কিনা দেখতে ফের একবার লগইন করতে হবে ৷