

বাংলার সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজোর মেজাজটা উদযাপন করতে, পূর্ব ভারতে গয়নার সবচেয়ে বড় জুয়েলারি চেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এসেছে এক এক্সক্লুসিভ গয়নার কালেকশন। নাম ‘শক্তি’।


শক্তি কালেকশনে আছে আংটি, কানের দুল, পেনডেন্ট আর বালা। মাত্র ৬,৯৯৯/- টাকা থেকে শুরু এই গয়নাগুলি যথেষ্ট ট্রেন্ডি ডিজাইনের।


‘শক্তি কালেকশন’ লঞ্চ উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সিইও শুভঙ্কর সেন বলেন, ‘দুর্গাপুজো সারা ভারতের সবচেয়ে বড় উৎসবগুলোর একটা। এই উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস সমস্ত বয়সের মহিলাদের জন্য এক নতুন সম্ভার নিয়ে এসেছে। এই কালেকশনের নাম ‘শক্তি’। নারীর ক্ষমতায়ন, তাঁদের আত্মবিশ্বাস এবং উন্নতি করবার অভিলাষের মূর্ত প্রতীক এই সম্ভার। যে শাশ্বত শক্তি আপনার অন্তর্নিহিত ক্ষমতা, বুদ্ধিমত্তার পরীক্ষা নেয় এবং জীবনকে ইতিবাচক করে তোলে --- ‘শক্তি কালেকশন’ তারই প্রতীক। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নারীত্বকে অভিবাদন জানায়, এবং একজন মহিলা কর্মক্ষেত্র আর পারিবারিক জীবনে ভারসাম্য বজায় রাখতে যে প্রতিকূলতার সম্মুখীন হন, তাও স্বীকার করে। আমরা আত্মবিশ্বাসী যে এই নতুন সম্ভার আমাদের সম্মানীয় ক্রেতাদের কাছে মূল্যবান হয়ে উঠবে।’


শক্তি কালেকশন পাওয়া যাবে দেশের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সমস্ত স্টোরে আর https://sencogoldanddiamonds.com/products/category/shakti-collection ওয়েবসাইটে৷ গয়নার কালেকশনে যে কোনও জুয়েলারি সংস্থাকে টক্কর দিতে তৈরি সেনকো ৷ যেমন – সবসময়ে পরার জন্য ‘এভারলাইট’; ফ্যাশন কস্টিউম গয়নার সম্ভার ‘গসিপ’ আর নতুন যুগের কনের জন্য বিয়ের গয়নার সম্ভার ‘বিবাহ’।