Car Loan: ১০ লাখ টাকার গাড়ি কিনছেন? কত ডাউন পেমেন্ট দিতে হবে জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Car Loan: ডাউন পেমেন্ট গাড়ির এক্স শোরুম দামের শতাংশ হিসেবে গণনা করা হয়, বাকি টাকা দেওয়া হয় লোন থেকে।
নতুন গাড়ি কেনা মানে অনেক টাকার ব্যাপার। সবদিক দেখেশুনে নিতে হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ডাউন পেমেন্ট। নতুন গাড়ি কেনার সময় ঋণদাতা বা ডিলারকে ক্রেতা যে প্রাথমিক অর্থপ্রদান করে তাকেই ডাউন পেমেন্ট বলে।
advertisement
কার লোন নেওয়ার আগে অগ্রিম হিসেবে এই টাকা দেওয়া হয়। ডাউন পেমেন্ট গাড়ির এক্স শোরুম দামের শতাংশ হিসেবে গণনা করা হয়, বাকি টাকা দেওয়া হয় লোন থেকে।
advertisement
এখন প্রশ্ন হল, কেউ যদি ১০ লাখ টাকা দামের গাড়ি কেনেন, তাহলে তাঁকে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে? সাধারণত নতুন গাড়ির ন্যূনতম ডাউন পেমেন্ট এক্স শোরুম মূল্যের ১০ থেকে ২০ শতাংশ হয়। ধরে নেওয়া যাক একটি গাড়ির এক্স শোরুম মূল্য ৫ লাখ টাকা। তাহলে গাড়ির ডাউন পেমেন্ট হবে ৫০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা।
advertisement
একইভাবে গাড়ির দাম ১০ লাখ টাকা হলে ডাউন পেমেন্ট হবে ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা। তবে ঋণদাতার নীতি এবং গাড়ির ধরনের উপর নির্ভর করে ডাউন পেমেন্ট পরিবর্তিত হতে পারে।
advertisement
মাথায় রাখতে হবে, ডাউন পেমেন্ট বেশি হলে কার লোনে সুদের হার কম হয়। গাড়ির সামগ্রিক খরচের উপরেও ইতিবাচক প্রভাব ফেলে। এর কারণ হল, ডাউন পেমেন্ট বেশি হলে ঋণদাতাকে কম টাকা লোন দিতে হয়।
advertisement
ফলে ঝুঁকি কমে। পাশাপাশি যাঁরা জিরো ডাউন পেমেন্টে কার লোন নেন, তাঁদের ইএমআই বেশি দিতে হয়। সুদ এবং সামগ্রিক খরচ বাঁচানোর জন্য বিশেষজ্ঞরা সবসময় ক্রেতাকে যতটা সম্ভব বেশি ডাউন পেমেন্ট করার পরামর্শ দেন।
advertisement