Car Buying Tips: ১০ লাখ টাকার গাড়ি পাওয়া যেতে পারে ৬ লাখ টাকায়, শুধু জানতে হবে এই ফর্মুলা, EMI গোনার আগে একবার পড়ে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Car Buying Tips: জানতে হবে একটি ফর্মুলা। তাহলেই ১০ লাখ টাকার গাড়ি পাওয়া যেতে পারে ৬ লাখ টাকায়।
আমাদের প্রায় সকলেরই স্বপ্ন থাকে নিজের একটি চার চাকা গাড়ির। কেন না, সেটা শুধু একটা স্টেটাস সিম্বল নয়। চার চাকার গাড়ি নানা দরকারে কাজে আসে। যেমন, জরুরি অবস্থায়, প্রসূতিকে হোক বা রোগীকে, হাসপাতালে নিয়ে যাওয়ার দরকার হলে দু-চাকার ওপরে ভরসা করা যায় না। আকাশ ভেঙে বৃষ্টি নামলে বা খর রোদে চার চাকার গাড়ি যে আরাম দেয়, দু-চাকায় তা নেই। সবচেয়ে বড় বিষয়, দু-চাকার গাড়িতে পরিবারের সকল সদস্যের স্থান সঙ্কুলান হওয়া অসম্ভব! যদিও দামের কারণে এত দরকারের চার চাকার গাড়ি অনেকেরই আয়ত্তের বাইরে থেকে যায়।
advertisement
তবে, এর জন্য জানতে হবে একটি ফর্মুলা। তাহলেই ১০ লাখ টাকার গাড়ি পাওয়া যেতে পারে ৬ লাখ টাকায়। এখন কম বাজেটেও চার চাকার গাড়ি ক্রয় করা সম্ভব। প্রতি মাসে মাত্র ৫০০০ টাকা ইএমআই দিয়েও চার চাকার গাড়ি ক্রয় করা যেতে পারে। বিভিন্ন ধরনের ব্যাঙ্ক এবং NBFC কোম্পানি বিভিন্ন ধরনের অটো লোন অফার করছে। এখন দেখে নেওয়া যাক কীভাবে প্রতি মাসে মাত্র ৫০০০ টাকা ইএমআই দিয়েও চার চাকার গাড়ি বাড়িতে আনা যেতে পারে।
advertisement
ধরা যাক চার চাকার গাড়ির মোট দাম ১০ লাখ টাকা। ১০ লাখ টাকার চার চাকার গাড়ির জন্য ৭ বছরের অর্থাৎ ৮৪ মাসের লোন নেওয়া যেতে পারে। ১০ লাখ টাকার চার চাকার গাড়ির জন্য প্রতি মাসে ৫০০০ টাকা করে ইএমআই দিতে হবে। এখানে চার চাকার গাড়ির লোনের সুদের হার প্রতি বছরে ৯%। চার চাকার গাড়ির লোনের সুদের পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ৩,১০,৭৭০ টাকা। ১০ লাখ টাকার চার চাকার গাড়ির ক্ষেত্রে ডাউনপেমেন্ট হবে ৬,৮৯,২৩০ টাকা।
advertisement
advertisement