বিদেশেও এবার ব্যবহার করা যাবে UPI ?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এতে UPI পেমেন্ট করার পরিসর বৃদ্ধি পাবে। বিশেষত যাঁরা ভারত থেকে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তাঁদের জন্য। তাঁরা সেখানেও এই পদ্ধতিতে অর্থ লেনদেন করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
মোট কথা, এই প্রক্রিয়ার মাধ্যমে UPI-কে সারা বিশ্বে মান্যতা দেওয়া অনেক সহজ হতে চলেছে। বিদেশি ব্যবসায়ীরা এখন ভারতীয় ক্রেতাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবেন কারণ, তাঁদের আর বৈদেশিক মুদ্রার উপর নির্ভর করতে হবে না। ডিজিটাল লেনদেনের জন্য প্রয়োজন হবে না ক্রেডিট বা ফোরেক্স কার্ডের। বরং Google Pay-র মতো UPI ভিত্তিক অ্যাপ যা ভারতে কাজ করে তার সাহায্যেই লেনদেন করা যাবে।
advertisement
advertisement
advertisement
অন্যদিকে NPCI International Payments Limited (NIPL)-এর সিইও ঋতেশ শুক্লা বলেন, ‘Google Pay-র সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে পেরে আমরাও খুশি। এই কৌশলগত অংশীদারিত্ব বিশ্ববাজারে UPI-কে তুলে ধরবে পাশাপাশি বৈদেশিক লেনদেন আরও সহজ করবে। বিশেষত ভারতীয় পর্যটকদের কাছে। শুধু তাই নয় ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কাজের জ্ঞানও বৃদ্ধি পাবে।’
advertisement









