Can You Buy Gold with Credit Card: ক্রেডিট কার্ডে কি সোনা কেনা যাবে ? অবশ্যই জেনে এই বিষয়গুলো না হলে বিপদে পড়তে পারেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Can You Buy Gold with Credit Card: অনেকেই জানেন না যে ক্রেডিট কার্ডে সোনা কেনার সময় প্রসেসিং ফি, EMI নিষেধাজ্ঞা এবং লুকোনো খরচ থাকতে পারে। শুধু রিওয়ার্ড পয়েন্টের লোভে এমন কেনাকাটা করলে পড়তে পারেন আর্থিক বিপদে।
গত কয়েকদিনে সোনার দামে অনেকটাই পতন দেখা গিয়েছে ৷ এর জেরে অনেকেই এই সময় সোনা কিনে রাখছেন ৷ এর মূল কারণ হচ্ছে মার্কেট বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে আগামী দিনে ১ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে সোনার দাম ৷ ফলে অনেকেই ক্রেডিট কার্ডের মাধ্যমে সোনা কিনছেন ৷ কিন্তু ক্রেডিট কার্ডে সোনা কেনার আগে অবশ্যই জেনে নিন কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে ৷
advertisement
মিন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্যাক্স বিশেষজ্ঞ সিএ প্রণীত জৈন বলেন, “আপনি যদি সময়মতো পুরো টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে ক্রেডিট কার্ড দিয়ে বিনিয়োগ করা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। সুদের হার ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত হতে পারে। তার উপর লেট পেমেন্ট চার্জ, জিএসটি এবং পেনাল্টিও আলাদা করে যোগ হয়।”
advertisement
ক্রেডিট কার্ড দিয়ে সোনা কিনলে ক্যাশব্যাক ও রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যেতে পারে। যেমন Titan SBI ক্রেডিট কার্ডে যদি আপনি Tanishq থেকে সোনা কেনেন, তাহলে ৩ শতাংশ পর্যন্ত ভ্যাল্যুব্যাক পাওয়া যেতে পারে। কিছু কিছু ক্রেডিট কার্ডে ৫ শতাংশ পর্যন্তও ক্যাশব্যাক পাওয়া যায়। স্ট্যান্ডার্ড চার্টার্ড আলটিমেট ক্রেডিট কার্ড (Standard Chartered Ultimate Credit Card) এবং এইচডিএফসি রিগালিয়া গোল্ড ক্রেডিট কার্ড (HDFC Regalia Gold Credit Card) সোনার কেনাকাটার উপর রিওয়ার্ড পয়েন্ট দেয়, ফলে যাঁরা নিয়মিত সোনা কেনেন তাঁদের কাছে এগুলি বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।
advertisement
advertisement
advertisement
নিরাপত্তা ও সুবিধাক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন নগদ টাকার তুলনায় বেশি নিরাপদ। এখানে খরচ ট্র্যাক করাও সহজ হয়। যদি আপনি সময়মতো বিল পরিশোধ করতে পারেন এবং বুদ্ধিমানের মতো কার্ড ব্যবহার করেন, তাহলে এতে উপকারও মিলতে পারে। তবে শুধুমাত্র রিওয়ার্ডের লোভে ক্রেডিট কার্ড দিয়ে সোনা কেনা মোটেই বুদ্ধিমানের কাজ নয়।