ভুল LIC পলিসি কিনেছেন? এখন কি অন্য পলিসিতে ট্রান্সফার করা যাবে? বিশেষজ্ঞরা যা বললেন...
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কিছুদিন পর মনে হল, এই পলিসি তাঁর জন্য নয়। এখন তিনি সেই পলিসি বন্ধ না করে সেটাকে অন্য কোনও পলিসিতে স্থানান্তর করতে পারবেন?
advertisement
advertisement
advertisement
advertisement
এক কথায় এর উত্তর হল, না। পলিসি বন্ধ বা স্থানান্তর করতে চাইলে, আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, যদি পলিসি ৩ বছরের পুরনো হয় তাহলে সারেন্ডার করে দেওয়াই উচিত। একমাত্র যদি কোনও গ্রাহক এক মাস আগে পলিসি কেনেন তাহলে সেটা অন্য পলিসিতে প্রতিস্থাপন করা যেতে পারে। কিন্তু এক মাসের বেশি পুরনো হলে স্থানান্তরের কোনও উপায় নেই।
advertisement
advertisement
তাছাড়া, পলিসিতে রিজার্ভের গণনাও একটা জটিল প্রক্রিয়া। এটা অ্যাকচুয়ারিজ দিয়ে ডিজাইন করা হয়। কোনও পলিসি প্ল্যানের সঞ্চিত রিজার্ভ অন্য পলিসি প্ল্যানে স্থানান্তর করা যায়, তবে কাজটা অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। তাই বেশিরভাগ ক্ষেত্রে বিমা কোম্পানি এড়িয়ে যায়। তবে এই ব্যাপারে এলআইসি এজেন্টের সঙ্গে কথা বলে নেওয়া উচিত।