গত বছর টপর (Toppr) এবং হোয়াইট হ্যাট জুনিয়র (White Hat Junior)-এর মতো দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম কিনে নিয়েছিল বাইজুস। এই দুই জায়গা থেকেই ৬০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সেলস ও মার্কেটিং দপ্তরের কর্মীরা শুধুমাত্র রেহাই পেয়েছেন বলে জানা গিয়েছে। বাক সব দপ্তর থেকেই ছাঁটাই হয়েছে।