Byju's: স্কুল খুলতেই ডিজিটাল শিক্ষায় কোপ! ৬০০ কর্মীকে ছাঁটাই করল Byju’s

Last Updated:
Byju's: একসঙ্গে চাকরি হারালেন ৬০০ জন কর্মীর!
1/5
অনলাইন শিক্ষার জনপ্রিয় প্ল্যাটফর্ম বাইজুস (Byju’s) এবার অন্তত ৬০০ জন কর্মীকে ছাঁটাই করল। স্কুল খুলতেই কি তবে ডিজিটাল শিক্ষায় কোপ!
অনলাইন শিক্ষার জনপ্রিয় প্ল্যাটফর্ম বাইজুস (Byju’s) এবার অন্তত ৬০০ জন কর্মীকে ছাঁটাই করল। স্কুল খুলতেই কি তবে ডিজিটাল শিক্ষায় কোপ!
advertisement
2/5
বাইজুস-এর ম্যানেজমেন্ট জানিয়েছে, সংস্থার ভবিষ্যতের কথা ভেবেই এমন কঠিন সিদ্ধান্ত তাঁদের নিতে হয়েছে। এবার থেকে তারা দক্ষ কর্মীদের নিয়েই কাজ করতে চায় বলে জানিয়েছে।
বাইজুস-এর ম্যানেজমেন্ট জানিয়েছে, সংস্থার ভবিষ্যতের কথা ভেবেই এমন কঠিন সিদ্ধান্ত তাঁদের নিতে হয়েছে। এবার থেকে তারা দক্ষ কর্মীদের নিয়েই কাজ করতে চায় বলে জানিয়েছে।
advertisement
3/5
করোনা প্রকোপ অনেকটাই কমেছে। ফলে বিভিন্ন রাজ্যে খুলেছে স্কুল। যার জেরে ডিজিটাল মাধ্যমে শিক্ষা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা সামলাতেই কি কর্মীদের ছাঁটাই করল বাইজুস!
করোনা প্রকোপ অনেকটাই কমেছে। ফলে বিভিন্ন রাজ্যে খুলেছে স্কুল। যার জেরে ডিজিটাল মাধ্যমে শিক্ষা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা সামলাতেই কি কর্মীদের ছাঁটাই করল বাইজুস!
advertisement
4/5
গত বছর টপর (Toppr) এবং হোয়াইট হ্যাট জুনিয়র (White Hat Junior)-এর মতো দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম কিনে নিয়েছিল বাইজুস। এই দুই জায়গা থেকেই ৬০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সেলস ও মার্কেটিং দপ্তরের কর্মীরা শুধুমাত্র রেহাই পেয়েছেন বলে জানা গিয়েছে। বাক সব দপ্তর থেকেই ছাঁটাই হয়েছে।
গত বছর টপর (Toppr) এবং হোয়াইট হ্যাট জুনিয়র (White Hat Junior)-এর মতো দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম কিনে নিয়েছিল বাইজুস। এই দুই জায়গা থেকেই ৬০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সেলস ও মার্কেটিং দপ্তরের কর্মীরা শুধুমাত্র রেহাই পেয়েছেন বলে জানা গিয়েছে। বাক সব দপ্তর থেকেই ছাঁটাই হয়েছে।
advertisement
5/5
জানা গিয়েছে মেডিক্যাল পরীক্ষায় প্রস্তুতিতে সাহায্য করা জনপ্রিয় সংস্থা আকাশ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল বাইজুস।
জানা গিয়েছে মেডিক্যাল পরীক্ষায় প্রস্তুতিতে সাহায্য করা জনপ্রিয় সংস্থা আকাশ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল বাইজুস।
advertisement
advertisement
advertisement