দীপাবলিতে আসতে আর মাত্র ২ দিন বাকি ৷ উৎসবের মরশুমে গত কয়েকদিনে একাধিক অফার নিয়ে হাজির হয়েছিল বিভিন্ন ই কমার্স সাইট যেমন ফ্লিপকার্ট, অ্যামাজন ও পেটিএম ৷ তবে অফার শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন ৷ তবে এখনও পর্যন্ত যদি আপনি কোনও ইলেকট্রনিক প্রোডাক্ট কিনতে চান তাহলে আপনার হাতে আর মাত্র দু’দিন সময় রয়েছে ৷ সস্তায় এবং ইএমআই-এর সাহায্যে আপনিও সস্তায় বাজিমাত করার সুযোগ পাবেন ৷
advertisement
সস্তায় এই সমস্ত প্রোডাক্ট দিচ্ছে ফ্লিপকার্ট: দীপাবলি উপলক্ষ্যে ১ থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিগ দিওয়ালি সেলের আয়োজন করা হয়েছিল ৷ এই সেলে আপনি এলজি-র রেফ্রিজরেটর যার দাম ১২,২৯৯ টাকা তা মাত্র ৩৫৩ টাকায় কিনতে পারবেন ৷ ৩৫৩ টাকায় ইএমআই-এর সাহায্যে আপনি ফ্রিজ কিনতে পারবেন ৷ এছাড়া ১৫,৮০০ টাকার ওয়ার্লপুলের ওয়াশিং মেশিন ইএমআই এর সাহায্যে মাত্র ৫২৫ টাকায় বাড়ি নিয়ে যেতে পারেন ৷
advertisement
অ্যামাজনে মিলছে ৫০% ডিসকাউন্ট: অ্যামাজনে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিবল ৷ যদি এখান থেকে আপনি ইলেকট্রনিক প্রোডাক্ট কিনতে চান তাহলে পেয়ে যাবেন ৫০ শতাংশ ছাড় ৷ বেশ কিছু সংস্থা ডিল অফ দ্য ডে শুরু করেছে যাতে স্যামসং-এর মতো ব্র্যান্ডের ওয়াশিং মেশিন মাত্র ২৮,৪৯০ টাকায় কিনতে পারবেন ৷ বাজারে বর্তমানে এই ওয়াশিং মেশিনের দাম ৩৯,৮৯০ টাকা ৷ এছাড়া এক্সচেঞ্জ অফারে আপনি মাত্র ২৩ হাজার টাকায়ও পেয়ে যেতে পারেন ওয়াশিং মেশিনটি ৷
advertisement