New Business Ideas: কোনও টাকা ছাড়াই শুরু করুন এই সব ব্যবসা, আর মাসের শেষে হাতে আসবে লক্ষ লক্ষ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
আসলে সবার তো আর সমান সামর্থ্য থাকে না! আর বিনিয়োগ না করতে পারলে ব্যবসা দাঁড় করানো মুশকিল!
ব্যবসা শুরু করার ইচ্ছা মনের এক কোণে থাকলেও টাকার অভাবের কারণে তা অনেক সময় পূরণ হয় না। আসলে সবার তো আর সমান সামর্থ্য থাকে না! আর বিনিয়োগ না করতে পারলে ব্যবসা দাঁড় করানো মুশকিল!
advertisement
কিন্তু মজার বিষয় হচ্ছে, আজকাল কিন্তু বেশ কিছু ব্যবসা বিনা বিনিয়োগে অনায়াসেই করা যেতে পারে। আর তাতে আয়ও হবে দেদার। এর জন্য কাজে লাগানো যেতে পারে নিজের পারদর্শিতা কিংবা দক্ষতা। তাহলে জেনে নেওয়া যাক, কোন কোন ব্যবসা বিনিয়োগ ছাড়া শুরু করা যায়।
advertisement
ব্লগিং: ভাষার উপর যাঁদের দক্ষতা রয়েছে, তাঁরা এই ব্যবসা শুরু করতে পারেন। এর পাশাপাশি অবশ্য লেখালেখির হাতও পাকা হওয়া আবশ্যক। বিভিন্ন ওয়েবসাইটের জন্য ব্লগ লিখে এবং ঘোস্টরাইটার হিসেবে কাজ করেও টাকা আয় করা যেতে পারে। এছাড়া কম-দামি ডোমেন কিনেও নিজের সাইটে ব্লগ পোস্ট করা যাবে। এতে প্রোমোশন এবং বিজ্ঞাপন থেকে রাজস্ব আয় করা সম্ভব।
advertisement
ইউটিউব ভিডিও তৈরি: সময়ের সঙ্গে সঙ্গে ইউটিউব বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। ফলে এই প্ল্যাটফর্মে অনলাইনে ভিডিও পোস্ট করে টাকা আয় করা যেতে পারে। এর জন্য নিজের ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। তার সঙ্গে ভাল মানের ভিডিও পোস্ট করে বিপুল আয় করা যাবে।
advertisement
এর জন্য কিন্তু কোনও বিনিয়োগের প্রয়োজন হবে না। হাতে একটা স্মার্টফোন এবং স্থিতিশীল ইন্টারনেট কানেকশন থাকলেই হল! ইউটিউব মানিটাইজেশন, অ্যাফিলিয়েট মার্কেটিং, প্রোডাক্ট সেলিং, স্পনসরশিপ এবং বিজ্ঞাপন থেকে দারুণ আয় করা সম্ভব।
advertisement
গ্রাফিক ডিজাইনিং: সৃজনশীলতার অধিকারী হলে আর ডিজাইনিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা উপভোগ করলে অনায়াসে গ্রাফিক ডিজাইনিংয়ের কাজ শুরু করা যেতে পারে। এর জন্য ঘরেই একটা গ্রাফিক ডিজাইন স্টুডিও খোলা যেতে পারে। কোনও বিনিয়োগ না করেই উপার্জন করা যায়। এর জন্য লাগবে শুধু গ্রাফিক ডিজাইন সফ্টওয়্যারযুক্ত একটি কম্পিউটার। ক্লায়েন্টদের জন্য কর্পোরেট-বিজনেস কার্ড, লোগো ইত্যাদি বানিয়ে প্রচুর আয় করা যেতে পারে।
advertisement
ফ্রিল্যান্স রাইটিং: লেখার দক্ষতা থাকলে ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ করা যেতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে আর্টিকেল লেখা শুরু করতে পারেন। কোনও রকম বিনিয়োগ ছাড়াই বাড়ি থেকে এই ব্যবসা শুরু করা যাবে। সময়, কাজের প্রতি মনোযোগ এবং গবেষণাই এই ব্যবসায় সাফল্যের মূলমন্ত্র।
advertisement