ভারতবর্ষ প্রধানত একটি কৃষিপ্রধান দেশ। প্রাচীনকাল থেকেই দেখা গিয়েছে, এখানে মানুষ নিজের জীবন ধারণের জন্য কৃষিকাজের (Farming Idea) উপরই বেশি প্রাধান্য দিয়েছে। অতীতে এই কৃষিকাজের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে হয়েছে কৃষকদের। খারাপ ফসল হওয়ার কারণে, মহাজনের ধারের অর্থ শোধ না দিতে পারায় প্রাণ বিসর্জন দিয়েছেন অনেক গরীব কৃষক। প্রতীকী ছবি।
এই গাছ চাষের জন্য অনুকূল আবহাওয়া ভারতে যথেষ্ট পরিমাণেই রয়েছে (Business Opportunity)। প্রয়োজন সরাসরি সূর্যালোকের, ৫-৪৫ ডিগ্রি তাপমাত্রা, জমির মাটি ৬ থেকে ৮.৫ pH এর মধ্যে হতে হবে, যা ভারতে উপযোগী। এই গাছ (Farming Idea) নীচের মাটি থেকে সহজেই আর্দ্রতা অর্জন করতে সক্ষম। তুষারপাতের জায়গায় এই গাছ জন্মাতে পারে না। প্রতীকী ছবি।
প্রয়োজনে আপনি এই গাছের চাষের সঙ্গে গম, আখ, হলুদ, আলু, ধনে, টমেটো ইত্যাদিও চাষ করতে পারেন (Business Idea)। এমন নয় যে, যে জমিতে এই গাছ লাগাবেন, সেখানে শুধু এই গাছই চাষ করতে হবে। যার ফলে ডবল মুনাফার সুযোগ। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে দুটি গাছের মধ্যেকার দূরত্ব ১২ থেকে ১৫ ফুট হয়। আর এই মাঝের জায়গার মধ্যে আপনি অন্য কোন ফসল অনায়াসেই চাষ করতে পারবেন।
এই গাছের চাষ করে আপনি গাছের কাঠ কুইন্টাল প্রতি ৭০০-৮০০ টাকা দরে বিক্রি করতে পারবেন। এই গাছের লগ অনায়াসেই ২০০০ টাকায় বিক্রি করা যাবে। প্রতি হেক্টর চাষ করে ৬-৭ লক্ষ টাকা উপার্জন করা সম্ভব (Business Idea)। হিসেব বলছে, এক হেক্টর জমিতে ২৫০ টা গাছ লাগানো যায়। প্রায় ৮০ ফুট করে লম্বা হয় এই গাছ। প্রতীকী ছবি।