Business Idea: একটি টাকাও বিনিয়োগ নয়! সরকারের সঙ্গে ব্যবসায় মাসে লক্ষ লক্ষ টাকা আয়ের সেরা সুযোগ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Business Idea: এর জন্য আপনাকে এমন কিছুই কাঠ-খড় পোড়াতে হবে না। শুধু আপনাকে UIDAI এর অধীনে একটি পরীক্ষা দিতে হবে।
অতিমারি পরিস্থিতিতে এখনও কালো মেঘ দেশের অর্থনীতির আকাশে। লকডাউন উঠে গেলেও চাকরি সংক্রান্ত ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা দেখা দিয়েছে অনেকের৷ কেউ কেউ চাকরি হারিয়েছেন। অনেকেরই আবার বেতনে হয়েছে কাট-ছাট। তাই অতিরিক্ত রোজগারের জম্য অনেকেই খুঁজছেন বিকল্প পথ৷ আপনিও যদি বিকল্প আয়ের কথা ভাবতে শুরু করে থাকেন তবে আপনার জন্য রইল এই নতুন নিরুপদ্রব ব্যবসার খোঁজ।
advertisement
আমরা বলছি আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি ( Aadhaar Franchise) ব্যবসার কথা। আপনি যদি আধার কার্ডের বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল হন, এবং আপনি যদি মনে করে থাকেন আধার কার্ড সেন্টার খোলার জন্য আপনি উপযুক্ত সেক্ষেত্রে আধার কার্ড ফ্রাঞ্চাইজি আপনার জন্য খুবই লাভদায়ক(Business Idea) হতে পারে। আধার কার্ড ফ্রাঞ্চাইজির ( Aadhaar Franchise) আইডিয়া ইদানীং বাজারে বেশ হিট। এই ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ শূন্য। কিন্তু লাভের হার বেশ বেশি। মাসের শেষে আপনার হাতে আসতে পারে লাখ টাকাও। প্রতীকী ছবি৷
advertisement
আধার কার্ডের ফ্রাঞ্চাইজি ( Aadhaar Franchise) নেওয়ার পাশাপাশি আপনি নিতে পারেন Post Office Franchise- ও। বর্তমান সময়ে নাগরিকদের কাছে পোস্ট অফিস বেশ জনপ্রিয় বিকল্প। যেখানে ব্যাঙ্কের সুদের হার কমছে সেখানে অনেকেই পোস্ট অফিসে টাকা রাখা গ্রহণযোগ্য মনে করছেন। বিশেষত আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন, তবে এই ব্যবসা থেকে কয়েক লাখ টাকা রোজগার আপনি করতে পারেন। প্রতীকী ছবি৷
advertisement
কীভাবে নেবেন আধার কার্ড ফ্রাঞ্চাইজি? অত্যন্ত সহজ এই কাজটি। এর জন্য আপনাকে এমন কিছুই কাঠ-খড় পোড়াতে হবে না। শুধু আপনাকে UIDAI এর অধীনে একটি পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় পাশ করলে আপনি আধার কার্ড ফ্রাঞ্চাইজি খোলার জন্যে লাইসেন্স পেয়ে যাবেন। তবে এখানেই শেষ নয়। আধারের সার্ভিস সেন্টারের রেজিস্ট্রেশনের জন্য আপনাকে বায়োমেট্রিক ভেরিফিকেশন ও এনরোলমেন্ট নম্বরের ভেরিফিকেশন করতে হবে। NSEIT এর ওয়েবসাইটে গিয়ে আপনি নির্দিষ্ট নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে সেটি করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement