অতিমারি পরিস্থিতিতে (Pandemic) এখনও কালো মেঘ দেশের অর্থনীতির আকাশে। লকডাউন উঠে গেলেও চাকরি সংক্রান্ত ক্ষেত্রে বেশ কিছু অসুবিধা দেখা দিয়েছে অনেকের৷ কেউ কেউ চাকরি হারিয়েছেন। অনেকেরই আবার বেতনে হয়েছে কাট-ছাট। তাই অতিরিক্ত রোজগারের জম্য অনেকেই খুঁজছেন বিকল্প পথ৷ আপনিও যদি বিকল্প আয়ের (Business Idea) কথা ভাবতে শুরু করে থাকেন তবে আপনার জন্য রইল এই নতুন (Business Opportunity) নিরুপদ্রব ব্যবসার খোঁজ। প্রতীকী ছবি৷
আমরা বলছি আধার কার্ড ফ্র্যাঞ্চাইজি ( Aadhaar Franchise) ব্যবসার কথা। আপনি যদি আধার কার্ডের বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল হন, এবং আপনি যদি মনে করে থাকেন আধার কার্ড সেন্টার খোলার জন্য আপনি উপযুক্ত সেক্ষেত্রে আধার কার্ড ফ্রাঞ্চাইজি আপনার জন্য খুবই লাভদায়ক(Business Idea) হতে পারে। আধার কার্ড ফ্রাঞ্চাইজির ( Aadhaar Franchise) আইডিয়া ইদানীং বাজারে বেশ হিট। এই ব্যবসার (Business Opportunity) ক্ষেত্রে বিনিয়োগ শূন্য। কিন্তু লাভের হার বেশ বেশি। মাসের শেষে আপনার হাতে আসতে পারে লাখ টাকাও। প্রতীকী ছবি৷
আধার কার্ডের ফ্রাঞ্চাইজি ( Aadhaar Franchise) নেওয়ার পাশাপাশি আপনি নিতে পারেন Post Office Franchise- ও। বর্তমান সময়ে নাগরিকদের কাছে পোস্ট অফিস বেশ জনপ্রিয় বিকল্প। যেখানে ব্যাঙ্কের সুদের হার কমছে সেখানে অনেকেই পোস্ট অফিসে টাকা রাখা গ্রহণযোগ্য মনে করছেন। বিশেষত আপনি যদি গ্রামীণ এলাকায় থাকেন, তবে এই ব্যবসা (Business Opportunity) থেকে কয়েক লাখ টাকা রোজগার আপনি করতে পারেন। প্রতীকী ছবি৷