১ বছরেই আকাশছোঁয়া সাফল্য...! তাক লাগিয়ে দিচ্ছেন পুরুলিয়ার দুই কন্যা রোশনী আর রিমা, আসছে কাঁড়ি কাঁড়ি টাকা!
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Business idea: নিজেদের সৃজনশীল ভাবনা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জোরেই আজ অভিনব ও আকর্ষণীয় নানা জিনিস তৈরি করছেন রোশনী ও রিমা। আর তাতেই খুলে গিয়েছে রোজগারের দুর্দান্ত রাস্তা!
মেয়েদের শাড়ি থেকে শুরু করে ছেলেদের কুর্তা, সব ধরনের পোশাকে সূক্ষ্ম ও নান্দনিক হাতের কাজের মাধ্যমে স্বাবলম্বীতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছেন পুরুলিয়ার দুই বন্ধু রোশনী দাস ও রিমা দে। কলেজ জীবন শেষ হওয়ার পর নিজেদের সৃজনশীলতা, দক্ষতা ও কঠোর পরিশ্রমকেই মূলধন করে তাঁরা খুঁজে পেয়েছেন আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার পথ।
advertisement
শাড়ি, কুর্তা, টি-শার্ট, শার্ট থেকে শুরু করে মেয়েদের হ্যান্ডব্যাগ, প্রায় সব ধরনের সামগ্রীতেই তাঁদের হাতে তৈরি নকশা ও কারুকার্য এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিটি পোশাক ও সামগ্রীর মধ্যে ফুটে ওঠে রুচিশীলতা এবং আধুনিকতার ছোঁয়া। বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠান ও মেলায় নিজেদের তৈরি পণ্য বিক্রি করে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠছেন এই দুই তরুণী, যা আজ অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস।
advertisement
এই উদ্যোগের অন্যতম শিল্পী রোশনী দাস জানান, ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি তাদের বিশেষ আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই বাজার থেকে সাধারণ শাড়ি, কুর্তা-সহ নানা পোশাক কিনে তাতে নিজেদের মতো করে নকশা ও সূক্ষ্ম হাতের কাজ শুরু করেন তিনি ও তাঁর বন্ধু রিমা। অল্প সময়ের মধ্যেই দেখা যায় সাধারণ পোশাকের তুলনায় তাঁদের হাতে তৈরি এই বিশেষ কাজের চাহিদা অনেক বেশি।"
advertisement
advertisement






