Business Idea: বর্ধমানের ব্যবসায়ীর দুর্দান্ত বিজনেস আইডিয়া! জমি ছেড়ে ছাদেই করছেন 'এইসব' চাষ, রোজগারের নতুন দিশা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
এবার এক ভিন্ন চিত্র দেখা গেল এই জেলাতেই। মাঠ নয়, বাড়ির ছাদে এইসব চাষ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন কাটোয়া শহরের পানুহাটের বাসিন্দা চঞ্চল চৌধুরী।
রাজ্যের ধানের গোলা নামে পরিচিত পূর্ব বর্ধমান জেলা জুড়ে ব্যাপকভাবে ধান চাষ হয়। সাধারণত ধান চাষ মানেই বিস্তীর্ণ মাঠের ছবি। কিন্তু এবার এক ভিন্ন চিত্র দেখা গেল এই জেলাতেই। মাঠ নয়, বাড়ির ছাদে ধান চাষ করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন কাটোয়া শহরের পানুহাটের বাসিন্দা চঞ্চল চৌধুরী। (তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চঞ্চল বাবুর পরিকল্পনা, ভবিষ্যতে ছাদ থেকে জমির দূরত্ব আরও বাড়িয়ে দিলে নিচের ফাঁকা জায়গায় মুরগি প্রতিপালনও করা যাবে। তাতে ধান ও মুরগি দুইয়ের চাষ একসঙ্গে করা সম্ভব হবে। এতে খরচ কমবে, লাভ বাড়বে এবং শহরের মধ্যেই গড়ে উঠবে এক অভিনব কৃষি উদ্যোগ। এ যেন চঞ্চলবাবুর দুর্দান্ত বিজনেস আইডিয়া, যা ছাদে একইসঙ্গে ধান চাষ ও মুরগি প্রতিপালন করে লাভের মুখ দেখতে পারেন যে কেউ। (তথ্য ও ছবি : বনোয়ারীলাল চৌধুরী)
