Business Opportunity: চাকরির পাশাপাশি মাত্র ১০ হাজারে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে ঘরে আসবে লাখ টাকা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Business Idea Business Opportunity: অল্প বিনিয়োগে এই ব্যবসা শুরু করে স্বল্প সময়েই হতে পারেন লালে লাল। পকেট ভরবে মাসের শেষে। সংসারে ফিরবে সুদিন।
advertisement
advertisement
advertisement
ইদানিং মিষ্টির পাশাপাশি আইসক্রিমও মানুষের অন্যতম প্রথম পছন্দ। গরমে তো চাহিদা থাকেই এমনকি শীতেও আইসক্রিম বিক্রি হয়। যে কোনও অনুষ্ঠান, বিয়ে, জন্মদিনের পার্টিতে খাবারের শেষে আইসক্রিম আজকাল মাস্ট। এই কারণেই এই ব্যবসায় লসের সম্ভাবনা খুবই কম। আর প্রাথমিকভাবে এই ব্যবসার জন্য প্রয়োজন শুধুমাত্র একটি ফ্রিজার।
advertisement
ব্যবসায় প্রয়োজন পড়বে FSSAI license গত কয়েক বছরে Ice Cream Business লাফিয়ে লাফিয়ে বেড়েছে। FICCI -এর তরফে জানানো হয়েছে, ২০২২ সালের মধ্যে দেশে আইসক্রিমের ব্যবসা আরও উচ্চতায় পৌঁছবে। যদি কোনও ব্যক্তি এই ব্যবসা শুরু করতে চান, তবে তাঁর কাছে FSSAI-এর লাইসেন্স থাকা আবশ্যক। এটি একটি ১৫ ডিজিটের রেজিস্ট্রেশন নম্বর। যা খাবারের গুণমান নিশ্চিত করে।
advertisement
কী ভাবে করবেন এই ব্যবসা শুরু? জানলে অবাক হবেন, এই ব্যবসা কিন্তু বাড়িতেই করা সম্ভব। তবে যদি বাড়িতে ব্যবসার জন্য উপযুক্ত জায়গায় না থাকে, তবে কোনও ছোট দোকান ভাড়া নিয়ে সেটিকে আইসক্রিম পার্লার বানিয়ে নেওয়া যেতে পারে। পাঁচ থেকে ১০ জনের বসার জায়গা ও একটি রেফ্রিজেটার রাখার জায়গা পেলেই এই ব্যবসা চলবে নিজের ছন্দে।
advertisement
অন্যতম আইসক্রিম প্রস্তুতকারী সংস্থাগুলির ফ্রাঞ্চাইজি নেওয়া যায় যদি নিজে কোনও বড় ব্রান্ডের সঙ্গে যুক্ত হয়ে এই ব্যবসা শুরু করতে চান, তবে Amul-এর Franchise জন্য আবেদন করতে পারেন। retail@amul.coop. - এই ইমেল আই-ডিতে আবেদন করতে পারেন। পাশাপাশি এই http://amul.com/m/amul ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারেন। তবে এই আবেদন করতে যথেষ্ট নিয়ম মেনে আবেদন করতে হয়। এছাড়া Mother Dairy-র ফ্রাঞ্চাইজির জন্যও আবেদন করতে পারেন কোনও ব্যক্তি।
advertisement