Union Bank: Diwali-র আগে ইউনিয়ন ব্যাঙ্কের ধামাকা, উৎসবের মরশুমে গৃহঋণে সুদ কমল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Union Bank|Home Loan Interest rates reduced: ফের বড় খবর গ্রাহকদের জন্য ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
advertisement
advertisement
advertisement
advertisement
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India): এসবিআইয়ের (SBI) পক্ষ থেকে জানানো হয়েছে শুরুয়াতে হোমলোনে সুদের হার ৬.৭০ শতাংশ, ক্রেডিট কার্ড লিঙ্কড হোমলোন (Credit Card Linked Home Loan) দেওয়ার ব্যাপারে ৷ লোনের টাকার অঙ্ক যতই হোক না কেন ৭৫ লক্ষ টাকার বেশ ঋণের ক্ষেত্রে ৭.১৫ শতাংশ হারে সুদ দিতে হবে গ্রাহকদের ৷ ফেস্টিভ অফারের সঙ্গে গ্রাহকেরা ৬.৭০ শতাংশ হারে ন্যূনতম হারে লোন পেতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda): বিওবি (BOB) গৃহঋণে সুদের হার ৬.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৬.৫ শতাংশ করেছে ৷ হোমলোনের সুদের নতুন হার ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বৈধ (New Home loan interest rates will be valid till December 31, 2021 ) ৷ তবে নতুন যাঁরা গৃহঋণের আবেদন করবেন এই নতুন দর তাঁদের জন্যই প্রযোজ্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement