Income Tax: মধ্যবিত্তদের জন্য আয়কর সুবিধা, TDS,TCS & NPS Vatsalya-এ বড় পরিবর্তন, রইল বাজেট প্রস্তাব
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Top 7 Income Tax takeaways for middle class: করদাতাদের হাতে যাতে আরও বেশি টাকা থাকে, যাতে তাঁরা আরও বেশি খরচ এবং সঞ্চয় করতে পারেন, তার জন্য কনসেশনাল ট্যাক্স রেজিম-এর আওতায় রিবেটের থ্রেশোল্ড বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। আগে ৭ লক্ষ টাকা ছিল, এখন বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে। ফলে রিবেটের পরিমাণ ২৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
টিডিএস এবং টিসিএস সংক্রান্ত নিয়মেও গুরুত্ব পূর্ণ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি লিবারালাইজড রেমিট্যান্স স্কিম (LRS)-এর আওতায় যে অর্থ পাঠানো হয়, তার জন্য টিসিএস সীমা ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। আর শিক্ষার জন্য নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে যে রেমিট্যান্স পাঠানো হয় সেগুলোর উপর আর টিসিএস নেওয়া হবে না।
advertisement
advertisement