Income Tax: মধ্যবিত্তদের জন্য আয়কর সুবিধা, TDS,TCS & NPS Vatsalya-এ বড় পরিবর্তন, রইল বাজেট প্রস্তাব

Last Updated:
Top 7 Income Tax takeaways for middle class: করদাতাদের হাতে যাতে আরও বেশি টাকা থাকে, যাতে তাঁরা আরও বেশি খরচ এবং সঞ্চয় করতে পারেন, তার জন্য কনসেশনাল ট্যাক্স রেজিম-এর আওতায় রিবেটের থ্রেশোল্ড বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। আগে ৭ লক্ষ টাকা ছিল, এখন বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে। ফলে রিবেটের পরিমাণ ২৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা হয়ে যাবে।
1/8
বাজেটে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করা হয়েছে। মধ্যবিত্তরা খুশি। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, ‘বিকশিত ভারত’ গঠনের জন্য ‘কর সংস্কার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমজনতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজেটে বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করা হয়েছে। মধ্যবিত্তরা খুশি। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন, ‘বিকশিত ভারত’ গঠনের জন্য ‘কর সংস্কার’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমজনতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
2/8
নতুন আয়কর বিলেরও প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করদাতারা সহজে বুঝতে পারবেন। কর ব্যবস্থাতেও স্বচ্ছতা আসবে। মামলা ও আইনি জটিলতাও কমবে। বাজেটে কনসেশনাল ট্যাক্স রেজিম (CTR)-এর আওতায় ট্যাক্স স্ল্যাব ও হারেও কিছু পরিবর্তন করা হয়েছে। সব ধরণের করদাতারাই এতে লাভ পাবেন।
নতুন আয়কর বিলেরও প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। করদাতারা সহজে বুঝতে পারবেন। কর ব্যবস্থাতেও স্বচ্ছতা আসবে। মামলা ও আইনি জটিলতাও কমবে। বাজেটে কনসেশনাল ট্যাক্স রেজিম (CTR)-এর আওতায় ট্যাক্স স্ল্যাব ও হারেও কিছু পরিবর্তন করা হয়েছে। সব ধরণের করদাতারাই এতে লাভ পাবেন।
advertisement
3/8
করদাতাদের হাতে যাতে আরও বেশি টাকা থাকে, যাতে তাঁরা আরও বেশি খরচ এবং সঞ্চয় করতে পারেন, তার জন্য কনসেশনাল ট্যাক্স রেজিম-এর আওতায় রিবেটের থ্রেশোল্ড বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। আগে ৭ লক্ষ টাকা ছিল, এখন বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে। ফলে রিবেটের পরিমাণ ২৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা হয়ে যাবে।
করদাতাদের হাতে যাতে আরও বেশি টাকা থাকে, যাতে তাঁরা আরও বেশি খরচ এবং সঞ্চয় করতে পারেন, তার জন্য কনসেশনাল ট্যাক্স রেজিম-এর আওতায় রিবেটের থ্রেশোল্ড বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। আগে ৭ লক্ষ টাকা ছিল, এখন বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে। ফলে রিবেটের পরিমাণ ২৫,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা হয়ে যাবে।
advertisement
4/8
যে সমস্ত করদাতাদের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা (চাকরিজীবীদের জন্য ১২.৭৫ লক্ষ টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০ টাকা ধরে) পর্যন্ত, তাদের আর আয়কর দিতে হবে না। তবে বিশেষ হারের অধীনে করযোগ্য আয়ের (যেমন, পুঁজিগত লাভ) ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
যে সমস্ত করদাতাদের বার্ষিক আয় ১২ লক্ষ টাকা (চাকরিজীবীদের জন্য ১২.৭৫ লক্ষ টাকা, স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০ টাকা ধরে) পর্যন্ত, তাদের আর আয়কর দিতে হবে না। তবে বিশেষ হারের অধীনে করযোগ্য আয়ের (যেমন, পুঁজিগত লাভ) ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
advertisement
5/8
১২ লাখ টাকা বার্ষিক আয়ে আগে ৮৩,২০০ টাকা আয়কর দিতে হত। এখন পুরো টাকাটাই বাঁচবে। ১৫ লাখ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে আগে আয়করের পরিমাণ ছিল ১,৪৫,৬০০ টাকা। এখন ১,০৯,২০০ টাকা কর দিতে হবে। অর্থাৎ ৩৬,৪০০ টাকা বাঁচবে।
১২ লাখ টাকা বার্ষিক আয়ে আগে ৮৩,২০০ টাকা আয়কর দিতে হত। এখন পুরো টাকাটাই বাঁচবে। ১৫ লাখ টাকা বার্ষিক আয়ের ক্ষেত্রে আগে আয়করের পরিমাণ ছিল ১,৪৫,৬০০ টাকা। এখন ১,০৯,২০০ টাকা কর দিতে হবে। অর্থাৎ ৩৬,৪০০ টাকা বাঁচবে।
advertisement
6/8
টিডিএস এবং টিসিএস সংক্রান্ত নিয়মেও গুরুত্ব পূর্ণ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি লিবারালাইজড রেমিট্যান্স স্কিম (LRS)-এর আওতায় যে অর্থ পাঠানো হয়, তার জন্য টিসিএস সীমা ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। আর শিক্ষার জন্য নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে যে রেমিট্যান্স পাঠানো হয় সেগুলোর উপর আর টিসিএস নেওয়া হবে না।
টিডিএস এবং টিসিএস সংক্রান্ত নিয়মেও গুরুত্ব পূর্ণ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি লিবারালাইজড রেমিট্যান্স স্কিম (LRS)-এর আওতায় যে অর্থ পাঠানো হয়, তার জন্য টিসিএস সীমা ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। আর শিক্ষার জন্য নির্দিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে যে রেমিট্যান্স পাঠানো হয় সেগুলোর উপর আর টিসিএস নেওয়া হবে না।
advertisement
7/8
এনপিএস বাৎসল্য স্কিমে অভিভাবকরা নাবালক সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমের আওতায় ধারা ৮০সিসিডি(১বি) এর আওতায় সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতা। তবে অ্যাকাউন্ট বন্ধ করে দিলে বা টাকা তুলে নিলে ট্যাক্স দিতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে আংশিক প্রত্যাহারের সুবিধা রয়েছে।
এনপিএস বাৎসল্য স্কিমে অভিভাবকরা নাবালক সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমের আওতায় ধারা ৮০সিসিডি(১বি) এর আওতায় সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন করদাতা। তবে অ্যাকাউন্ট বন্ধ করে দিলে বা টাকা তুলে নিলে ট্যাক্স দিতে হবে। তবে বিশেষ পরিস্থিতিতে আংশিক প্রত্যাহারের সুবিধা রয়েছে।
advertisement
8/8
ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স পলিসিতেও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। ধারা ১০(১০ডি)-এর আওতায় কোনও ইউএলআইপিতে যদি ২.৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম দেওয়া হয় বা প্রতি বছরে ১০ শতাংশ বা তার বেশি হারে প্রিমিয়াম হয় তবে তা পুঁজি লাভ হিসেবে ট্যাক্স দিতে হবে। অন্যান্য ছাড় একই থাকছে।
ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স পলিসিতেও পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। ধারা ১০(১০ডি)-এর আওতায় কোনও ইউএলআইপিতে যদি ২.৫ লক্ষ টাকার বেশি প্রিমিয়াম দেওয়া হয় বা প্রতি বছরে ১০ শতাংশ বা তার বেশি হারে প্রিমিয়াম হয় তবে তা পুঁজি লাভ হিসেবে ট্যাক্স দিতে হবে। অন্যান্য ছাড় একই থাকছে।
advertisement
advertisement
advertisement