Black Tomato Farming: টুকটুকে লাল নয়, কুচকুচে কালো! 'এই' টম্যাটো চাষেই মালামাল হতে পারেন, মাত্র ৩ মাসে লক্ষ লক্ষ টাকার মুনাফা! জেনে নিন সহজ টিপস
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Black Tomato Farming: কালো টম্যাটো ফসল রোপণের ৩ মাস পর ফল ধরতে শুরু করে। তার মানে আপনি যদি আগামী ডিসেম্বরে ফসল রোপণ করেন তবে এটি মার্চ-এপ্রিল মাসে প্রস্তুত হবে। এক হেক্টর জমিতে কালো টম্যাটো চাষ শুরু করুন।
Black Tomato: হেঁসেলে টম্যাটো মানেই লাল টম্যাটো। আর রান্নায় রং এবং স্বাদ আনতে এই সবজির মাহাত্ম্য অনেক। সাধারণত মানুষ লাল টম্যাটোই বেশি পছন্দ করেন। কেউ কেউ হয়তো জানেনই না যে টম্যাটো লাল ছাড়াও অন্যান্য রঙের হয়। লাল, সবুজ অথবা কালো রঙের টম্যাটোরও গুরুত্ব অনেক।
advertisement
Black Tomato: আজকাল ভারতে কালো রঙের টম্যাটোর প্রচুর চাষ হচ্ছে। কালো টম্যাটোতে রয়েছে অপরিসীম পুষ্টিগুণ। একাধিক জটিল রোগের যম এই সবজি। ক্যান্সারের ঝুঁকি কমাতেও এই সবজির গুরুত্ব রয়েছে। তবে কেবল এর উপকারিতার কথা বলা হচ্ছে না। এই সবজি চাষে আপনার অর্থভাগ্য খুলে যেতে পারে।
advertisement
Black Tomato: আপনি নিজেই এই সবজি চাষ করতে পারেন খুব সহজে। কয়েক মাসে লক্ষাধিক মুনাফা দিতে পারে কিন্তু। তাহলে চলুন জেনে নিই কীভাবে কালো টম্যাটো চাষ করবেন।
advertisement
Black Tomato: আগে ভারতে কালো টম্যাটো চাষ হত না। কিন্তু ধীরে ধীরে ইউরোপের মতো ভারতেও এর প্রচলন শুরু হয়। ইউরোপে এই কালো টম্যাটো সুপারফুড হিসেবে খাওয়া হয়। তাই ইংল্যান্ডে একে বলা হয় ইন্ডিগো রোজ টম্যাটো। ভারতে কালো টম্যাটো চাষ আগে শুধু হিমাচল প্রদেশেই হতো। কিন্তু এখন অন্য রাজ্যেও তা শুরু করেছে।
advertisement
Black Tomato: এর চাষের জন্য উপযুক্ত মাটির pH মান ৬-৭-এর মধ্যে থাকে। গরম আবহাওয়ায় এর বৃদ্ধি ভাল হয়। লাল টম্যাটোর তুলনায় কালো টম্যাটো চাষে ফল আসে একটু দেরিতে। এর জন্য কৃষকদের অপেক্ষা করতে হবে। শীতের মাসগুলি এর চাষের জন্য ভাল বলে মনে করা হয়।
advertisement
Black Tomato: কালো টম্যাটো ফসল রোপণের ৩ মাস পর ফল ধরতে শুরু করে। তার মানে আপনি যদি আগামী ডিসেম্বরে ফসল রোপণ করেন তবে এটি মার্চ-এপ্রিল মাসে প্রস্তুত হবে। এক হেক্টর জমিতে কালো টম্যাটো চাষ শুরু করেন।
advertisement