Big News For Pensioners: ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে মিলবে এই বিশেষ সুবিধা, উপকৃত হবেন কয়েক লাখ পেনশনভোগী

Last Updated:
Big News For Pensioners: সেপ্টেম্বর মাসে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম বা সিপিপিএস-এর অমুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। অক্টোবর মাসে শুরু হয়েছিল এর পাইলট প্রোজেক্ট।
1/7
দেশের যে কোনও ব্যাঙ্ক বা ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলতে পারবেন পেনশনভোগীরা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশন স্কিমে মিলবে এই সুবিধা। উপকৃত হবেন দেশের প্রায় ৭৮ লাখের বেশি পেনশনভোগী।
দেশের যে কোনও ব্যাঙ্ক বা ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলতে পারবেন পেনশনভোগীরা। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশন স্কিমে মিলবে এই সুবিধা। উপকৃত হবেন দেশের প্রায় ৭৮ লাখের বেশি পেনশনভোগী।
advertisement
2/7
সেপ্টেম্বর মাসে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম বা সিপিপিএস-এর অমুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। অক্টোবর মাসে শুরু হয়েছিল এর পাইলট প্রোজেক্ট। জম্মু, শ্রীনগর এবং কর্নাল অঞ্চলের সিপিপিএস-এর আওতায় ৪৯ হাজার ইপিএস পেনশন হোল্ডারকে ১১ কোটি টাকার পেনশন দেওয়া হয়। পাইলট প্রোজেক্ট সফল হওয়ার পর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই প্রক্রিয়া পুরো দেশে চালু হয়ে যাবে।
সেপ্টেম্বর মাসে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম বা সিপিপিএস-এর অমুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। অক্টোবর মাসে শুরু হয়েছিল এর পাইলট প্রোজেক্ট। জম্মু, শ্রীনগর এবং কর্নাল অঞ্চলের সিপিপিএস-এর আওতায় ৪৯ হাজার ইপিএস পেনশন হোল্ডারকে ১১ কোটি টাকার পেনশন দেওয়া হয়। পাইলট প্রোজেক্ট সফল হওয়ার পর ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই প্রক্রিয়া পুরো দেশে চালু হয়ে যাবে।
advertisement
3/7
গত সপ্তাহে পাইলট প্রোজেক্টের সফল সমাপ্তির কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া। তিনি জানিয়েছিলেন, ২৯ ও ৩০ অক্টোবর পাইলট রান সম্পন্ন হয়েছে। এর আওতায় জম্মু, শ্রীনগর এবং কর্ণাল অঞ্চলের ৪৯ হাজারের বেশি বেশি ইপিএস পেনশনভোগীদের প্রায় ১১ কোটি টাকার পেনশন দেওয়া হয়।
গত সপ্তাহে পাইলট প্রোজেক্টের সফল সমাপ্তির কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্ডবিয়া। তিনি জানিয়েছিলেন, ২৯ ও ৩০ অক্টোবর পাইলট রান সম্পন্ন হয়েছে। এর আওতায় জম্মু, শ্রীনগর এবং কর্ণাল অঞ্চলের ৪৯ হাজারের বেশি বেশি ইপিএস পেনশনভোগীদের প্রায় ১১ কোটি টাকার পেনশন দেওয়া হয়।
advertisement
4/7
সিপিপিএস প্রক্রিয়ায় পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও স্থানান্তরের প্রয়োজন নেই, সে পেনশনভোগীরা দেশের যে ব্যাঙ্কেই যান না কেন। ফলে দেশের যে কোনও জায়গার যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলতে আর কোনও অসুবিধা থাকছে না। এতে পেনশন দেওয়ার ব্যবস্থাকে বিকেন্দ্রীভূত করে দেওয়া হয়েছে।
সিপিপিএস প্রক্রিয়ায় পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও স্থানান্তরের প্রয়োজন নেই, সে পেনশনভোগীরা দেশের যে ব্যাঙ্কেই যান না কেন। ফলে দেশের যে কোনও জায়গার যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন তুলতে আর কোনও অসুবিধা থাকছে না। এতে পেনশন দেওয়ার ব্যবস্থাকে বিকেন্দ্রীভূত করে দেওয়া হয়েছে।
advertisement
5/7
আগে ইপিএফও-এর প্রতিটি আঞ্চলিক বা জোনাল অফিস ৩ থেকে ৪টি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করত। সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেমের আওতায় এই ব্যবস্থা আমূল বদলে যেতে চলেছে। ব্যাঙ্কে কোনও ধরণের যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না পেনশন হোল্ডারদের। পেনশন সরাসরি তাঁদের অ্যাকাউন্টে চলে যাবে।
আগে ইপিএফও-এর প্রতিটি আঞ্চলিক বা জোনাল অফিস ৩ থেকে ৪টি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করত। সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেমের আওতায় এই ব্যবস্থা আমূল বদলে যেতে চলেছে। ব্যাঙ্কে কোনও ধরণের যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না পেনশন হোল্ডারদের। পেনশন সরাসরি তাঁদের অ্যাকাউন্টে চলে যাবে।
advertisement
6/7
সিপিপিএস সিস্টেম কী: সিপিপিএস সিস্টেমের আওতায় সারা ভারত জুড়ে পেনশন বিতরণ প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন হবে। পেনশন হোল্ডার যদি ব্যাঙ্ক বা শাখা পরিবর্তন করেন কিংবা অন্যা কোথাও গিয়ে থাকতে শুরু করেন, তাহলেও পিপিও পাঠানোর প্রয়োজন হবে না।
সিপিপিএস সিস্টেম কী: সিপিপিএস সিস্টেমের আওতায় সারা ভারত জুড়ে পেনশন বিতরণ প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন হবে। পেনশন হোল্ডার যদি ব্যাঙ্ক বা শাখা পরিবর্তন করেন কিংবা অন্যা কোথাও গিয়ে থাকতে শুরু করেন, তাহলেও পিপিও পাঠানোর প্রয়োজন হবে না।
advertisement
7/7
চাকরি সূত্রে অনেককেই বাইরে থাকতে হয়। কিন্তু রিটায়ারমেন্টের পর তাঁরা আবার দেশের বাড়িতে ফিরে যান। সিপিপিএস সিস্টেমে তাঁরা স্বস্তি পাবেন। কোনও ঝামেলা পোহাতে হবে না। নতুন এই সিস্টেম ইপিএফও-এর আইটি আধুনিকীকরণ প্রকল্প, সেন্ট্রালাইজড আইটি এনেবলড সিস্টেম (CITES 2.01) – এর অংশ। ২০২৫ সালের মধ্যে যা গোটা দেশে চালু হয়ে যাবে।
চাকরি সূত্রে অনেককেই বাইরে থাকতে হয়। কিন্তু রিটায়ারমেন্টের পর তাঁরা আবার দেশের বাড়িতে ফিরে যান। সিপিপিএস সিস্টেমে তাঁরা স্বস্তি পাবেন। কোনও ঝামেলা পোহাতে হবে না। নতুন এই সিস্টেম ইপিএফও-এর আইটি আধুনিকীকরণ প্রকল্প, সেন্ট্রালাইজড আইটি এনেবলড সিস্টেম (CITES 2.01) – এর অংশ। ২০২৫ সালের মধ্যে যা গোটা দেশে চালু হয়ে যাবে।
advertisement
advertisement
advertisement