PhonePe এবং Google Pay ইউজারদের জন্য বড় সতর্কতা, আপনার যা জানা দরকার
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
সার্কুলার জারি করে NPCI জানিয়েছে, বিভিন্ন বিষয় বিবেচনা করে থার্ড পার্টি অ্যাপ প্রদানকারীদের জন্য মার্কেট শেয়ার ক্যাপ মেনে চলার সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
ইউপিআই অ্যাপগুলোর জন্য মার্কেট শেয়ার ক্যাপ প্রয়োগের সময়সীমা আরও ২ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। আপাতত ফোনপে, গুগলপে-এর মতো প্ল্যাটফর্মগুলোর জন্য স্বস্তির খবর। মঙ্গলবার সার্কুলার জারি করে NPCI জানিয়েছে, বিভিন্ন বিষয় বিবেচনা করে থার্ড পার্টি অ্যাপ প্রদানকারীদের জন্য মার্কেট শেয়ার ক্যাপ মেনে চলার সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার সময়সীমা বাড়ানো হল।
advertisement
advertisement
ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই পরিচালনা করে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই। এর মাধ্যমে রিয়েল টাইম পেমেন্ট করতে পারেন ইউজাররা। এখন কোনও অ্যাপ ৩০ শতাংশের সীমার মধ্যে রয়েছেন কি না কীভাবে জানা যাবে? এনপিসিআই জানিয়েছে, ৩০ শতাংশের সীমা গত তিন মাসে ধারাবাহিকভাবে ইউপিআই-তে প্রসেস হওয়া লেনদেনের মোট পরিমাণের উপর ভিত্তি করে গণনা করা হবে।
advertisement
পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ফোনপে-এর মার্কেট শেয়ার ৪৭.৮ শতাংশ, গুগলপে-এর ৩৭ শতাংশ। ৮০ শতাংশের বেশি ইউপিআই লেনদেন এই অ্যাপগুলোর মারফতই হয়। ফলে মার্কেট শেয়ার ক্যাপ লাগু হলে পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। লাখ লাখ ইউজারও অসুবিধায় পড়তে পারেন। ৩০ শতাংশ মার্কেট শেয়ার ক্যাপ লাগু হলে এই পেমেন্ট অ্যাপগুলি যে আর নতুন গ্রাহক নিতে পারবেন না সেটাও স্পষ্ট।
advertisement
advertisement
advertisement