LIC IPO নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অর্থমন্ত্রী জানান কেন্দ্র সরকার সরকারি বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগমের কিছু অংশ স্টক এক্সচেঞ্জে লিস্টিং করতে চলেছে৷
বাজেট ২০২০ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একাধিক বড় ঘোষণা করেছেন ৷ অর্থমন্ত্রী জানান কেন্দ্র সরকার সরকারি বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা নিগমের কিছু অংশ স্টক এক্সচেঞ্জে লিস্টিং করবে ৷ ভারতী স্টক এক্সটচেঞ্জে এই লিস্টিং ভারতীয় সংস্থার সবচেয়ে বড় লিস্টিং হতে চলেছে ৷ সাধারণ মানুষের কাছে ভরসা দ্বিতীয় নাম এলআইসি মনে করা হয় ৷ অর্থমন্ত্রীর ঘোষণার ঠিক একদিন পর অর্থসচিব রাজীব ঠাকুর গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন ৷
advertisement
অর্থসচিব রবিবার তার বয়ানে জানিয়েছেন ভারতীয় জীবন বিমা নিগমের IPO(Initial Public Offering) আর্থিক বছর ২০২১ দ্বিতীয় ভাগে আসতে পারে ৷ নিউজ এজেন্সি পিটিআই এর তরফে এই তথ্য জানানো হয়েছে ৷ চলতি আর্থিক বছরে Disinvestment এর লক্ষ্য অনেকটাই বাড়িয়েছে ৷ এটা একটি বড় সরকারি সংস্থায় তাদের অংশ বিক্রি করে আসবে ৷ সরকার এই লিস্টে Concor, BPCL, Air India-j অংশ বিক্রি করার প্রস্তাব সামিল রয়েছে ৷
advertisement
LIC দেশের সবচেয়ে বড় সংস্থার আর্থিক লেনদেনের ক্ষেত্রে ৷ মনে করা হচ্ছে LIC-র IPO আসার পর market capitilozation এর ক্ষেত্রে দেশের সবচেয়ে বড় সংস্থা হতে চলেছে এলআইসি ৷ বর্তমানে মার্কেট ক্যাপের হিসেবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL), TCS সবেচেয়ে উপরে রয়েছে ৷ গত বছরও একাধিক রিপোর্টে দাবি জানানো হয়েছিল যে সরকার এলআইসি-তে তাদের অংশ বিক্রি করে দিতে চলেছে ৷
advertisement
তবে নির্মলা সীতারমনের করা ঘোষণা অনেকেরই চিন্তা বাড়িয়ে তুলতে পারে ৷ মার্কেটকে সাপোর্ট করার জন্য খারাপ সময়েও LIC শেয়ার কিনে থাকত ৷ প্রত্যেক বছর সরকারি সিকিউরিটি এবং স্টক মার্কেটে এলআইসি সবচেয়ে বড় বিনিয়োগ করে থাকত ৷ প্রতি বছর স্টক মার্কেটে এলআইসি প্রায় ৫৫ থেকে ৬৫ হাজার কোটি টাকা ইনভেস্ট করে থাকত ৷
advertisement