BGBS 2019: বাণিজ্য সম্মেলনের প্রথমদিনেই রাজ্যে লগ্নি প্রস্তাব ৪০,২০০ কোটি টাকার
Last Updated:
পরিষেবা ও তথ্যপ্রযুক্তর পাশাপাশি এবার উৎপাদন ও পরিকাঠামো ক্ষেত্রেও নজরে বাংলা। রাজ্যের পরিকাঠামো ও উৎপাদন ক্ষেত্রে একগুচ্ছ লগ্নির প্রস্তাব পেল রাজ্য সরকার। পরিকাঠামোয় লগ্নি প্রস্তাবের ক্ষেত্রে কর্নাটক ও মহারাষ্ট্রের সঙ্গে পাল্লা দিচ্ছে রাজ্য। Photo Courtesy: Mamata Banerjee/Official Facebook Page
advertisement
advertisement
advertisement
advertisement
১০ হাজার কোটি বিনিয়োগ মুকেশ আম্বানির ৷ তথ্যপ্রযুক্তি ও পরিকাঠামোয় লগ্নি রিলায়েন্সের ৷ ২ বছরে ১৫ হাজার কোটি বিনিয়োগ করবেন ওয়াইকে মোদি ৷ আইটিসি বিনিয়োগ করবে ৫৭০০ কোটি ৷ ৬ হাজার কোটি বিনিয়োগ সজ্জন জিন্দলের ৷ ৫০০ কোটি বিনিয়োগ কোকাকোলার ৷ Photo Courtesy: Mamata Banerjee/Official Facebook Page
advertisement
advertisement
সিমেন্ট কারখানায় উৎপাদন বৃদ্ধি ও হাসপাতালে বিনিয়োগ জিন্দল গোষ্ঠীর ৷ গেলের সঙ্গে গ্যাস পাইপলাইনের কাজ করবে নন্দিনী গ্রুপ ৷ বিকল্প শক্তি ও জ্বালানিতে ১৫ হাজার কোটি ঢালবে ওয়াই কে মোদি গ্রুপ ৷ কৃষি বিপণন থেকে প্যাকেজিংয়ে ৫ হাজার ৭০০ কোটি লগ্নি করবে আইটিসি ৷বাংলায় শিল্পের পরিবেশ ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত দেশের শীর্ষস্তরের শিল্পপতিরা।
advertisement